বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই ধানের শীষ হচ্ছে শান্তির প্রতীক, উন্নয়নের প্রতীক। বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থলের নাম হচ্ছে ধানের শীষ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নাটোর সদরের ৫নং হরিশপুর ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস দুলু বলেন, বাংলাদেশের মানুষ যখনই এই ধানের শীষকে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করেছে। বাংলাদেশের মানুষ যখন এই ধানের শীষে ভোট দিয়েছে এ দেশে তখন উন্নয়ন হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, ৫নং হরিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাতাব বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক চঞ্চল আহম্মেদসহ ইউনিয়নের নেতারা।
আরপি/এসএন