আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফর করার কথা ছিল বাংলাদেশ নারী দলের। সেখানে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যাক টি-টোয়েন্টি খেলার কথা ছিল নিগার সুলতানা জ্যোতির দলের। তবে ভারতীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি আপাতত স্থগিত হয়েছে।
আর এই বিষয়টি বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই। স্পষ্ট করে তারা জানিয়েছে সিরিজটি মাঠে গড়াবে ফাঁকা সময়ে। তবে প্রশ্ন কবে হবে স্থগিত হওয়া সিরিজটি? বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে যে ২০২৮ সালের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজটি!
ডিসেম্বরে আন্তর্জাতিক সিরিজ না থাকায় ফাঁকা সময়ে কী করবে বাংলাদেশ নারী দল? খোঁজ নিয়ে জানা গেছে নারী ক্রিকেটাররা বিসিএল খেলবেন এই সময়ে। ফরম্যাট বদলে এই বিসিএল হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
মূলত আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার থাকায় ফরম্যাট বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে বিসিএল করার চিন্তা করছে বিসিবি। ৪ দল নিয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময়েই হবে এই টুর্নামেন্ট।
টিজে/টিকে