বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন ২৯ ডিসেম্বরের পরিবর্তে এগিয়ে আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাকসুর পুনঃতফসিল ঘোষণার সময় এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান।
ঘোষণাকৃত পুনঃতফসিল অনুযায়ী আগামী ১৮ নভেম্বর আচরণবিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতি বরাবর প্রেরণ, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ২ ও ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৪ ডিসেম্বর ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
পুনঃতফসিল ঘোষণার সময় ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারসহ উপস্থিত ছিলেন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ, সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার এবং সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।
প্রসঙ্গত, এর আগে গত সোমবার (১৮ নভেম্বর) ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে একটি তফসিল ঘোষণা করেছিল ব্রাকসু নির্বাচন কমিশন। তবে ১৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি থাকায় ফাঁকা ক্যাম্পাসে নির্বাচন আয়োজনকে শিক্ষার্থীরা এক ধরনের হঠকারী সিদ্ধান্ত ও প্রতারণার শামিল বলে তৎক্ষণাৎ তফসিল প্রত্যাখ্যান করেন। শিক্ষার্থীদের দাবি ছিল একটি অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচন ছুটির সময়ে ফাঁকা ক্যাম্পাসে কখনোই সম্ভব নয়, তাই এই তফসিলকে পুনঃবিবেচনা করা।
টিজে/টিকে