বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘বিএনপি একমাত্র গণতান্ত্রিক দল, যারা গণতন্ত্রকে আজীবন লালন করছে। এ ছাড়া সব দলই গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। যে পর্যন্ত তারা ক্ষমতায় ছিল মানুষের ওপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা বিএনপিই করে।’
বৃহস্পতিবার (২০ নভেম্বর) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ইউনাইটেড ক্রিকেটার্স অ্যালায়েন্সের আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আন্দোলন ও অরাজকতার মধ্যে পার্থক্য রয়েছে। যারা এ দেশের মানুষের কাছ থেকে ঘৃণিত হয়ে পালিয়ে গেছে, দূর থেকে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অপরাধ করছে। দুষ্কৃতকারীরা দুষ্কৃত কর্ম করবে, এটাই স্বাভাবিক।
আজকে পার্শ্ববর্তী দেশে বসে এ দেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা চালাচ্ছে, এটাও দেশের জনগণ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছে।’
তিনি আরো বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের অবদান, ৭৫-এর বিপ্লবে শহীদ জিয়াউর রহমান, ৯০-এর গণ-আন্দোলনে খালেদা জিয়া এবং ২৪-এর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার মানেই গণতান্ত্রিক পরিবার। জিয়াউর রহমানের পরিবারই গণতান্ত্রিক বাংলাদেশ কামনা করে এবং সেটা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে।’
জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ আলী ইমাম তপন, জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম প্রমুখ।
আরপি/এসএন