মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের ‘কোনো অবৈধ আদেশ পেলে তা মানতে হবে না’ বলা ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্প তাদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে বলেছেন, তাদের মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া উচিত।
ট্রাম্প একটি প্রতিবেদনের লিঙ্ক পুনঃপ্রকাশ করেন, যেখানে দেখানো হয়েছে, ছয়জন ডেমোক্র্যাট আইন প্রণেতা যারা সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করেছেন।
ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে লেখেন, ‘বিদ্রোহী আচরণ, যার শাস্তি মৃত্যু!’
আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘এটি সত্যিই ভয়ংকর এবং আমাদের দেশের জন্য বিপজ্জনক।
তাদের বক্তব্য চলতে দেওয়া যায় না। বিশ্বাসঘাতকদের বিদ্রোহী আচরণ!!! তাদের কি গ্রেপ্তার করা উচিত?’
যে ছয়জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ওই বার্তা দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সেনেটর এলিসা স্লটকিন যিনি একজন সাবেক সিআইএ বিশ্লেষক ও ইরাক যুদ্ধের অভিজ্ঞ—এবং মার্ক কেলি, যিনি সাবেক নভোচারী ও নৌবাহিনীর অভিজ্ঞ।
এ ছাড়া রয়েছেন প্রতিনিধি জেসন ক্রো, ম্যাগি গুডল্যান্ডার, ক্রিস ডেলুজিও ও ক্রিসি হুলাহান।
আরপি/টিকে