কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর ইউনিয়নের সরকারিঘোনা এলাকায় হঠাৎ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে আগুনে অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার বেশি সম্পদের ক্ষতি হয়েছে। ঘরে থাকা নগদ টাকা, খাদ্যসামগ্রী, আসবাবপত্র, কাপড়চোপড়, কৃষি সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথিপত্র কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
এবি/টিকে