বার্সেলোনার জন্য সুখবর। চোট কাটিয়ে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও হোয়ান গার্সিয়া। এর মাঝে কিছুটা অস্বস্তির কাঁটাও অবশ্য আছে; মার্কাস র্যাশফোর্ডের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
আসছে ম্যাচটি দিয়ে দুই বছরের বেশি সময় পর কাম্প নউয়ে ফিরতে যাচ্ছে বার্সেলোনা। শনিবার লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়।
হ্যামস্ট্রিংয়ের চোটে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার সবশেষ ৯ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তার সমান ম্যাচে বাইরে থাকতে হয়েছে গোলরক্ষক গার্সিয়াকেও, যিনি হাঁটুর চোটে ভুগছিলেন।
এই মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে স্পেন জাতীয় দলে যোগ দিতে যাওয়ার আগ মুহূর্তে ইয়ামালের রেডিওফ্রিকোয়েন্সি অস্ত্রোপচার করানোর খবর দিয়েছিল বার্সেলোনা, ক্লাব ও জাতীয় দলের দ্বন্দ্বও তাতে নতুন মাত্রা পায়।
বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই তিন জনের ফেরার কথা নিশ্চিত করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। রাফিনিয়াকে হয়তো বদলি নামানো হতে পারে।
জ্বরে ভুগছেন র্যাশফোর্ড। এই ইংলিশ ফরোয়ার্ড দুই দিন ধরে অনুশীলন করতে পারেননি বলে জানান কোচ।
“মার্কাস (র্যাশফোর্ড) জ্বরে ভুগছে। সে গতকাল বা আজ অনুশীলন করতে পারেনি। আগামীকালের ম্যাচে তার খেলা নিয়ে আমার কিছুটা সংশয় আছে।”
১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে আছে শিরোপাধারী বার্সেলোনা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।
এমআর/টিকে