বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আল্লাহ আমার ভাগ্যে ধানের শীষের মনোনয়ন রেখেছেন। তাই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন।’
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কদমতলী নাভানা ভূইয়া সিটি মাঠে আয়োজিত সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিদ্বন্দ্বীদের নিয়ে তিনি বলেন, ‘আজকে যারা ষড়যন্ত্র করছে তাদের মধ্য থেকে যদি কেউ একজন মনোনয়ন পেত তাহলে আমি তাদের সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতাম, কিন্তু দল ও ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম না।
মনোনয়ন চাওয়া দোষের কিছু না। মনোনয়ন যে কেউ চাইতেই পারে। যে ৭ জন দল ও ধানের শীষের বিরুদ্ধে একসঙ্গে বসে ষড়যন্ত্র করছেন তাদের মধ্যে অনেকের বিএনপির প্রাথমিক সদস্য পদটিও নেই।’
মান্নান আরো বলেন, ‘আসুন দলের সিদ্ধান্ত মেনে দল ও দলের প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করি এবং ষড়যন্ত্র পরিহার করি।
রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করি।’
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. রাকিবুর রহমান সাগরের সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক আয়েশ আক্তার দিনা, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, মহানগর তাঁতীদলের সভাপতি মীর আলমগীর হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার ও সদস্যসচিব রেদোয়ান প্রমুখ।
এবি/টিকে