এই সপ্তাহান্তে জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনের আগে জি২০ দেশগুলোর দূতরা যুক্তরাষ্ট্রের মতামত ছাড়াই নেতাদের একটি খসড়া ঘোষণাপত্রে সম্মত হয়েছেন বলে বিষয়টির সঙ্গে পরিচিত চারটি সূত্র শুক্রবার জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়ে দিয়েছে, তারা আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে মতবিরোধের কারণে সম্মেলন বয়কট করবে।
সবচেয়ে শক্তিশালী সদস্য রাষ্ট্রের অনুপস্থিতি জি২০ ঘোষণাপত্রকে ভেস্তে দিতে পারে—এই আশঙ্কা থাকা সত্ত্বেও, বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন ট্রাম্পের বহুপাক্ষিক কূটনীতির প্রতি বৈরিতার মুখে নিজেদের এজেন্ডা সামনে আনার জন্য দক্ষিণ আফ্রিকার জন্য এটি এক ধরনের সুযোগ।
কোনো সূত্রই ঘোষণাপত্রের বিষয়বস্তু প্রকাশ করেনি।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার বলেন, দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও তাদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা করছে—যদিও পরে হোয়াইট হাউস এটি অস্বীকার করে।
ট্রাম্প ২২-২৩ নভেম্বরের সম্মেলনের জন্য আয়োজক দেশের এজেন্ডা প্রত্যাখ্যান করেছেন, যেখানে সংহতি বৃদ্ধির পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোকে ভয়াবহ আবহাওয়ার দুর্যোগের প্রভাব মোকাবিলা, পরিষ্কার জ্বালানিতে রূপান্তর এবং তাদের অতিরিক্ত ঋণের বোঝা কমাতে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
ইএ/টিকে