রাশিয়ায় চাকরির জাল ভিসা ও বিমান টিকিট দিয়ে ১ কোটি ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আবদুল্লাহ (৪৫) নামের ওই ব্যক্তি প্রতারকচক্রের ‘হোতা’ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।
চক্রটি দীর্ঘদিন ধরে কোনো অফিস, ট্রাভেল লাইসেন্স বা বৈধ অনুমোদন ছাড়া বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন এলাকার মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিলো বলে জানানো হয়েছে।
প্রাথমিক তদন্তের বরাতে সিআইডি বলছে, আবদুল্লাহ ও তার চক্রের সদস্যরা প্রথমে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে ফাঁদে ফেলে।
রাশিয়ায় চাকরি, ভিসা এবং বিমানের টিকিটসহ পাঠানোর ‘মিথ্যা আশ্বাসে’ তারা একে ২৮ জন প্রস্তুত করে। তাদের কাছ থেকে পাসপোর্ট, ছবি, কাগজপত্র সংগ্রহ করে। গেল ২ মার্চ থেকে ৮ জুলাই ২০২৫ পর্যন্ত চক্রটি ধাপে ধাপে মোট ২৮ জনের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৩৮০ টাকা এবং আরও ১৬ লাখ ৫০ হাজার টাকা নগদ গ্রহণ করে।
পরে ওই ২৮ জন যাত্রীর হাতে রাশিয়ার ভিসা এবং বিমান টিকিট দেওয়া হয়, কিন্তু দুই দিন পর অনলাইনে যাচাই করলে দেখা যায় যার সবই ভুয়া।
সিআইডি আরও জানিয়েছে, ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে চক্রটি ‘নানা অজুহাত’ সময়ক্ষেপণ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। পরে গত ১০ নভেম্বর এক ভুক্তভোগী বনানী থানায় মামলা করেন।
যার প্রেক্ষিতে অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে, জড়িত অন্যান্যেদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় সিআইডি।
এবি/টিকে