অভিনেত্রী শালিনী পান্ডে আসছেন নতুন মহাজাগতিক ধাঁচের হাস্যরসাত্মক ছবি রাহু কেতু নিয়ে, যা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৬ জানুয়ারি ২০২৬। পুলকিত সম্রাট ও বরুণ শর্মার সঙ্গে এ ছবিতে দেখা যাবে একগুচ্ছ অদ্ভুতুড়ে চরিত্র আর টগবগে হাস্যরসের দৌড়ঝাঁপ। বিপুল ভিগ পরিচালিত এই ছবিতে কমেডির সঙ্গে যুক্ত হয়েছে মহাজাগতিক ঘূর্ণি আর রোমাঞ্চের ছোঁয়া, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে ধারণা নির্মাতাদের।
ছবিতে মীনু চরিত্রে অভিনয় করা শালিনী জানান, প্রতিটি দিন ছিল উৎসবের মতো। বরুণ আর পুলকিতের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে তিনি আখ্যা দেন আনন্দ আর উচ্ছ্বাসে ভরা এক যাত্রা হিসেবে। ইডলি কাদাই ছবিতে প্রশংসিত অভিনয়ের পর এই কাজ তাকে আরও আত্মবিশ্বাসী করেছে বলেও তিনি মনে করেন।
মানালির মনোরম লোকেশনে শুটিং করতে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে গভীর বন্ধন গড়ে ওঠে শালিনীর। স্থানীয় শিল্প আর সংস্কৃতির কাছাকাছি গিয়ে তার এই যাত্রা হয়ে ওঠে ব্যক্তিগতভাবেও এক বিশেষ অভিজ্ঞতা।
এবি/টিকে