পরিচালক ও অভিনেতা ফারহান আখতার অবশেষে মুখ খুললেন বহু প্রতীক্ষিত ছবি জি লে জারা দীর্ঘ বিলম্ব নিয়ে। ২০২১ সালে প্রিয়ंका চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে নিয়ে ছবির ঘোষণা করা হলেও এখনো শুটিং শুরু হয়নি। দীর্ঘ নীরবতায় ভক্তদের মনে প্রশ্ন উঠেছিল, আদৌ কি ছবিটি আর হবে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারহান জানান, বারবার বিলম্ব তাকে ব্যক্তিগতভাবে দারুণ চাপে ফেলেছে। তিনি বলেন, প্রায় দুই বছর ধরে তিনি অন্য সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শুধু এই ছবি পরিচালনার জন্য। কিন্তু সময় পিছোতে থাকায় নিজের সক্ষমতা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছিল তার মনে।
এখন ১২০ বাহাদুর ছবির প্রচারণায় ব্যস্ত ফারহান জানান, জি লে জারা বাতিল হয়নি। তবে আগের ঘোষিত তারকা-ত্রয়ীকে রাখা যাবে কি না, তা এখনও অনিশ্চিত। তবুও তিনি আশা দেন, কাঙ্ক্ষিত সেই রোড-ট্রিপ ড্রামার যাত্রা শিগগিরই শুরু হবে।
এবি/টিকে