আর্সেনালের বড় জয়, একই রাতে উড়ে গেল লিভারপুল ও বায়ার্ন

একের পর এক হারে বিধ্বস্ত লিভারপুল। যেন জয়ের পথটাই এখন তাদের কাছে বড্ড অচেনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে তাদের ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেন। একই রাতে রীতিমতো উড়ন্ত ফর্মে থাকা বায়ার্ন মিউনিখকে মাটিয়ে নামিয়ে আনল আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গানাররা ৩-১ গোলে জিতেছে।

আর্নে স্লটের দল সাম্প্রতিক সময়ে প্রায় সব প্রতিযোগিতায় নিজেদের হারিয়ে খুঁজছে। গতকালের (বুধবার) ম্যাচ মিলিয়ে সবশেষ ১২ খেলার মধ্যে ৯টিতেই হেরেছে লিভারপুল। নভেম্বরের শুরুতে ইউসিএলের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের ১-০ ব্যবধানে জয় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। কিন্তু এরপর ম্যানচেস্টার সিটি ও নটিংহ্যাম ফরেস্টের কাছে সমান ৩-০ ব্যবধানে হার ফের ব্যাকফুটে ঠেলে দেয় অলরেডদের।

সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের গেরো গতকালও খুলতে পারেনি লিভারপুল। যদিও গোল বাদে সবদিক থেকে তারাই এগিয়ে ছিল। ৫৮ শতাংশ পজেশনের সঙ্গে ২৪ শটের মধ্যে ৮টি লক্ষ্যে। কিন্তু ৯ শটের মধ্যে ৬টি লক্ষ্যে রেখেই বড় জয় তুল নেয় পিএসভি। নিজেদের বক্সে ভার্জিল ফন ডাইকের হাতে বল লাগলে পেনাল্টিতে ইভান পেরিসিচের গোলে মাত্র ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ডাচ ক্লাবটি। ১৬ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ডমিনিক সোবোজলাই। কোডি গাকপোর শট ব্যর্থ হলে ফিরতি শটে জালে জড়ান হাঙ্গেরিয়ান মিডফিল্ডার।

সেই সমতার স্কোর দ্বিতীয়ার্ধে নেমেই হারায় লিভারপুল। বিরতির পর তারা একের পর এক গোল হজম করে। ৫৬তম মিনিটে গুস তিল এবং বদলি নামা ডাচ ফরোয়ার্ড কুহাইব ড্রিউয়েচ ৭৩ মিনিট ও যোগ করা সময়ে দুটি গোল করে পিএসভির বড় জয় নিশ্চিত করেন। এই হারে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে নেমে গেল লিভারপুল। ৮ পয়েন্ট নিয়ে পিএসভি ১৫তম।

ঘরের মাঠে পজেশনে এগিয়ে থাকলেও আর্সেনাল বাকিসব ক্ষেত্রে বায়ার্ন মিউনিখের ওপর আধিপত্য দেখিয়ে জিতেছে। ৪৫ শতাংশ পজেশনের পাশাপাশি ১৪ শট নিয়ে তারা লক্ষ্যে রাখতে পারে ৮টি। বিপরীতে ৬ শটের মধ্যে দুটি লক্ষ্যে ছিল ভিনসেন্ট কোম্পানির বায়ার্নের। ২২ মিনিটে জুরিয়েন টিম্বারের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই বায়ার্নকে সমতায় ফেরান লেনাট কার্ল। দ্বিতীয়ার্ধে ননি মাদুয়েকে ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে আর্সেনালের জয় নিশ্চিত করেন।

বিরতির পর মূলত ম্যাচটি পরিণত হয় আর্সেনালের পক্ষে একপেশে। এর সঙ্গে ছিল বায়ার্নের জার্মান তারকা গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ভুল। যা মিকেল আর্তেতার দলকে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে দিয়েছে। এখন পর্ন্ত একমাত্র দল হিসেবে আর্সেনাল প্রথম পাঁচ ম্যাচের সবকটি জিতেছে, তাদের পয়েন্ট ১৫। ৫ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে পিএসজি, বায়ার্ন, ইন্টার মিলান, ও রিয়াল মাদ্রিদ যথাক্রমে অবস্থান করছে।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শাহরুখ খানের মান্নাতে ঢোকার আগে কেমন পোশাক পরতে হবে জানালেন করণ জোহর Dec 20, 2025
img
ময়মনসিংহে যুবককে হত্যার ঘটনায় আটক ৭ Dec 20, 2025
img
আফসানা মিমির অভিনয় থেকে নির্মাতা হওয়ার যাত্রা Dec 20, 2025
img
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, পঞ্চম অবস্থানে ঢাকা Dec 20, 2025
img
একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে Dec 20, 2025
img
ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’ Dec 20, 2025
img
হাদির জানাজা ঘিরে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পুলিশের কঠোর নিরাপত্তা Dec 20, 2025
img
গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরির খোঁজে ম্যানসিটি Dec 20, 2025
img
মাধুরীর 'তেজাব' সিনামা মুক্তির সময় ঘটে যাওয়া একটি ভীতিকর ঘটনা! Dec 20, 2025
img
ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড ‘শাহীন চেয়ারম্যান’ Dec 20, 2025
img
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বাড়ানোর তাগিদ গণশিক্ষা উপদেষ্টার Dec 20, 2025
img
বিদেশে গানের শুটিংয়ের কারণ জানালেন ঐন্দ্রিলা Dec 20, 2025
সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের Dec 20, 2025
আপত্তিকর অঙ্গভঙ্গির জেরে কেড়ে নেওয়া হলো ফিনিশ সুন্দরীর মুকুট Dec 20, 2025
img

মার্কিন গোয়েন্দা তথ্য

পুরো ইউক্রেন ও ইউরোপের কিছু অঞ্চল দখল করার পরিকল্পনা পুতিনের Dec 20, 2025
img
হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী 'ক্রিসমাস ডিনারে' অভিনেত্রী মল্লিকা Dec 20, 2025
img
হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে থাকবে ৮৭০ আনসার Dec 20, 2025
img
তাপমাত্রা বাড়লেও তেঁতুলিয়ায় কমেনি শীতের দাপট Dec 20, 2025
img
হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক Dec 20, 2025
img
জেনে নিন স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Dec 20, 2025