নিউইয়র্কে মামদানি প্রশাসনে কাজ করতে ৭০ হাজার আবেদন

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রশাসনে কাজের আগ্রহীদের জন্য চালু করা অনলাইন পোর্টালে দুই দিনের মধ্যে ৭০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। সোমবার (২৪ নভেম্বর) তার টিম এ তথ্য জানিয়েছে।

তবে এখনো জানানো হয়নি কতটি পদে, কোন বিভাগে এবং কতজনকে নিয়োগ দেওয়া হবে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, নিউইয়র্ক সিটিতে স্থায়ী সরকারি চাকরির প্রধান পথ এই পোর্টাল নয়, ঐতিহ্যগত সিভিল সার্ভিস পরীক্ষা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিটির ১০০টিরও বেশি সংস্থা ও বিভাগে বর্তমানে হাজার হাজার শূন্য পদ রয়েছে। জনপ্রিয় পদগুলোর মধ্যে রয়েছে—ক্লারিক্যাল, কম্পিউটার, পুলিশ, ট্রাফিক এনফোর্সমেন্টসহ বিভিন্ন কাজ। এসব পদে নিয়োগ পেতে আবেদনকারীদের লিখিত পরীক্ষা, শিক্ষা ও অভিজ্ঞতা যাচাই, মেধার ভিত্তিতে তালিকাভুক্তি, পরে “১-এবং-৩” নিয়মে সাক্ষাৎকারসহ বহু ধাপ অতিক্রম করতে হয়। পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে কয়েক মাস থেকে কয়েক বছর।

যারা সরাসরি সিটি হলে কাজ করতে চান, তাদের জন্য নবনির্বাচিত মেয়রের পোর্টালটি কার্যকর হতে পারে। তবে এসব পদ সীমিত এবং সাধারণত রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিরা, প্রচার টিমের সদস্যরা বা ইউনিয়ন সংশ্লিষ্টরা অগ্রাধিকার পান। সিটি হলের অধিকাংশ পদ প্রশাসন পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন করে নিয়োগ করা হয়।

চাকরি–বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন—শুধু পোর্টালে আবেদন করলেই হবে না; সিটি হলে এবং সিভিল সার্ভিস উভয় পথে আবেদন করা উচিত।

সরকারি নিয়োগ তদারকি করে ডিপার্টমেন্ট অব সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (DCAS)। ১৮৮৩ সাল থেকে চালু এই ব্যবস্থা রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ নিশ্চিত করে। প্রতি বছর DCAS প্রায় ১০০টি ওপেন প্রতিযোগিতামূলক পরীক্ষা নেয়—যার মধ্যে পুলিশ অফিসার, ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট, কম্পিউটার অ্যাসোসিয়েট, স্টক ওয়ার্কার ও স্টাফ অ্যানালিস্ট উল্লেখযোগ্য।

পরীক্ষায় উত্তীর্ণরা চার বছর পর্যন্ত মেধাতালিকায় থাকেন। নিয়োগকারী সংস্থা তালিকার শীর্ষ তিন জনের অন্তত একজনকে সাক্ষাৎকারে ডাকতেই হবে—এটিই ‘১-এবং-৩’ নিয়ম।

নিয়মিত শূন্যতা তৈরি হয় পুলিশ অফিসার, কারেকশন অফিসার, ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট, কম্পিউটার অ্যাসোসিয়েট, পাবলিক হেলথ নার্স ও বিভিন্ন ক্লারিক্যাল পদের ক্ষেত্রে। এছাড়া বিশেষ ডিগ্রি বা অভিজ্ঞতা প্রয়োজন এমন পদের মধ্যে রয়েছে স্থপতি, ইমার্জেন্সি মেডিক্যাল স্পেশালিস্ট ও প্রোকিউরমেন্ট অ্যানালিস্ট।

প্রতিটি পদের জন্য DCAS ‘নোটিশ অব এক্সামিনেশন’ (NOE) প্রকাশ করে, যেখানে উল্লেখ থাকে বেতন, যোগ্যতা, আবেদন ফি ও আবেদন প্রক্রিয়া। অনেক পরীক্ষার চক্র ৩–৪ বছর পরপর আসে, আর ফল প্রকাশ ও তালিকা যাচাই করতে দীর্ঘ সময় লাগে।

DCAS–এর ওয়েবসাইটে নিয়মিত খালি পদের তালিকা হালনাগাদ করা হয়। পাশাপাশি সিটি এজেন্সিগুলো প্রভিশনাল কর্মী নিয়োগ দিতে পারে, যারা স্থায়ী নন, পরে পরীক্ষা হলে স্থায়ী হওয়ার সুযোগ থাকলেও তা প্রায়ই দীর্ঘ সময় বিলম্বিত হয়।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, নামছে তাপমাত্রা Dec 14, 2025
img

উইমেন’স বিগ ব্যাশ

লির দুর্দান্ত ইনিংসে প্রথমবারের মতো শিরোপা জিতল হোবার্ট হারিকেন্স Dec 14, 2025
img
দেশকে যারা ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে, তাদের ছাড় দেয়া হবে না: প্রিন্স Dec 14, 2025
img

লিগ ওয়ান

মেজের বিপক্ষে ৩-২ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল পিএসজি Dec 14, 2025
img

ইসির পরিপত্র জারি

গণভোটের ব্যালট হবে গোলাপী, ফেলতে হবে একই বক্সে Dec 14, 2025
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

এভারটনের বিপক্ষে ২-০ গোলে জিতে শীর্ষ চারে চেলসি Dec 14, 2025
img
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার Dec 14, 2025
img
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ হবে : জবি উপাচার্য Dec 14, 2025
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

উলভসের ২ আত্মঘাতী গোলে জয়ে ফিরল আর্সেনাল Dec 14, 2025
img
সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা Dec 14, 2025
img
নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক এমপি পুত্রের প্রাণহানি Dec 14, 2025
img
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া Dec 14, 2025
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

ফেরার ম্যাচে সালাহর অ্যাসিস্ট ও একিটিকের জোড়া গোলে ব্রাইটনকে হারাল লিভারপুল Dec 14, 2025
img
হাদির ঘটনায় সিলেট সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি Dec 14, 2025
img
ফিরছেন তারেক রহমান, বাস ভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি Dec 14, 2025
img
নিজের খুশি-স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিচ্ছেন অক্ষয় খন্না Dec 14, 2025
img
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজ Dec 14, 2025
img
আজ ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস Dec 14, 2025
img
ওসমান হাদির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির Dec 14, 2025
img
মুস্তাফিজের খরুচে বোলিং, রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেল দুবাই ক্যাপিটালস Dec 14, 2025