বাংলাদেশের জয় নিয়ে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের মন্তব্য

টেস্ট সিরিজে দাপুটে পারফরম্যান্সের পর টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় হারের পর গতকাল (শনিবার) লিটন দাসের দল ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছে আইরিশরা। ম্যাচ শেষে নিজেদের হারে হতাশার পাশাপাশি বাংলাদেশের প্রশংসাও করেছেন সফরকারী অধিনায়ক পল স্টার্লিং।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্টার্লিং বলেছেন, ‘আসলে আমরা পার স্কোরের বেশিই ছিলাম। শুরুতে সবসময় ১৭০ রানের (লক্ষ্য) কথা বলেছি। আমাদের শুরুটা অনেক ভালো হয়েছে। ম্যাচ যত এগিয়েছে খেলাটা তত কঠিন দিকে মোড় নেয়। কিছুটা হতাশ যে ১৮০ রান তুলতে না পারায়। তবে খুব বেশি দূরেও ছিলাম না আমরা। টাইট মার্জিন ছিল অনেক।’

প্রথম ইনিংস শেষে ম্যাচ জিততেও আশাবাদী ছিলেন স্টার্লিং, ‘প্রতি ম্যাচেই আমরা জিততে চাই। যেকোনো জায়গা থেকেই ম্যাচ জেতা সম্ভব। প্রথম ইনিংসেই দেখা গেছে। প্রথম ১০ ওভার শেষে ম্যাচটা আমাদের হাতেই ছিল। আমরা সবসময় বিশ্বাস রেখে গেছি যে ম্যাচটা জিততে পারি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে দুই নতুন ব্যাটারকে ক্রিজে এনে আমরা তাদের ওপর চাপ সৃষ্টি করতে পেরেছি। আমাদের সবসময় বিশ্বাস ছিল আমরা ম্যাচটা জিততে পারি।’



আইরিশ তরুণ টিম টেক্টর নিজের সামর্থ্য দেখিয়েছেন দুটি ম্যাচেই। আগ্রাসী ব্যাটিংয়ে ৩২ ও ৩৮ রান করেন ডানহাতি এই ব্যাটার। টেক্টরকে নিয়ে অধিনায়ক বলেন, ‘দারুণ প্রতিভাবান প্লেয়ার সে। অনেকদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিল। আয়ারল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সে অনেক ভালো করেছে। সুযোগ পেয়ে এখন কাজে লাগাচ্ছে। জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দারুণ করেছিল। দারুণভাবে আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিচ্ছে। ২-৩ বছরের মধ্যে সে আরও ভালো জায়গায় যাবে বলে আশা করছি। ফর্মটা ধরে রাখবে আশা করি।’

বাংলাদেশ সিরিজ খেলতে আসা সবসময়ই আনন্দের বলেও জানালেন স্টার্লিং, ‘অনেক জরুরি ছিল এই সিরিজ। বছরের শুরুতেই আমরা ভেবেছি বাংলাদেশের এই সিরিজই বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতির মঞ্চ হতে পারে। বিশ্বকাপে শ্রীলঙ্কার কন্ডিশন অনেকটা এখানকার মতো হবে বলেই ধারণা করছি কিংবা কাছাকাছি হবে। বাংলাদেশে আসার ব্যাপারে আমরা সবসময়ই উচ্ছ্বসিত থাকি।’

লিটন-মুস্তাফিজদের ঘুরে দাঁড়ানোর ধরন ও পারফরম্যান্সের প্রশংসা করেছেন ডানহাতি এই আইরিশ ব্যাটার, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে খেলাটা দ্রুত বদলায়। প্রথম ম্যাচে বাংলাদেশ যা ভুল করেছিল সেসব শুধরে আজকে অনেক ভালো করেছে। আজকে তারা অনেক উন্নতি করেছে, নিজেদের শক্তিটা দেখিয়ে দিয়েছে।’

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আইনজীবী আলিফ হত্যায় সাদা টি-শার্ট পরে অংশ নেওয়া সুকান্ত গ্রেপ্তার Dec 20, 2025
img
ইলিয়াসের ফেসবুক বন্ধ করল মেটা Dec 20, 2025
img
হাদির লড়াই ছিল গড়ার, পুড়িয়ে ফেলার নয় : তাসনিম জারা Dec 20, 2025
img
হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত Dec 19, 2025
img
হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে : টুকু Dec 19, 2025
img
সকালে ফোন দেখেন না কারিনা! প্রথম চুমুক দেন কোন পানীয়তে? Dec 19, 2025
img
ভারতীয় পণ্য বয়কটের ডাক ছাত্র-জনতার Dec 19, 2025
img
‘আমিও একটা মানুষ’, বাবার মৃত্যুশোকে কাহিল ঈশা! Dec 19, 2025
img
ওসমান হাদির মৃত্যুতে ফ্রান্স দূতাবাসের বিবৃতি Dec 19, 2025
img
ভালো-মন্দের বোধ রাখা জরুরি, নাম হলেই সব ভুলে যায় মানুষ: রঞ্জিত মল্লিক Dec 19, 2025
img
নির্বাচনে জিতলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত : ডা. শফিকুর রহমান Dec 19, 2025
img
চলছে ‘রাক্ষস’-এর শুট, বাংলাদেশে টলিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়! Dec 19, 2025
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল শ্রীলঙ্কা Dec 19, 2025
img
আবারও ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান Dec 19, 2025
img
ওসমান হাদির হত্যাকাণ্ড গোটা জাতির অনুভূতিকে নাড়া দিয়েছে : সালাহউদ্দিন Dec 19, 2025
img
আরিয়ানের সিরিজ়ে গালিগালাজ নিয়ে সরাসরি আপত্তি জানালেন মনোজ পাহওয়া Dec 19, 2025
img
৫১৫ রানের অবিশ্বাস্য ম্যাচে ইতিহাস গড়ে জিতল ব্রিসবেন Dec 19, 2025
img
ভোট দেওয়ার জন্য প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৫ লাখ ১৪ হাজার Dec 19, 2025
img
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণহানি ২ Dec 19, 2025
img

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত Dec 19, 2025