ফের মেসির মুখোমুখি মুলার

এমএলএস কাপের ফাইনালে ঠিক যেটা চেয়েছিলেন থমাস মুলার, সেটাই পাচ্ছেন তিনি। ৬ ডিসেম্বর ইন্টার মায়ামির বিপক্ষে শিরোপা লড়াইকে ‘পারফেক্ট ফাইনাল’ বলেই মনে করছেন ভ্যানকুভার হোয়াইটক্যাপসের জার্মান ফরোয়ার্ড।

ম্যাচটিকে সামনে রেখে মুলার বলেন, ‘আমি মনে করি এটি দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে। আপনারা, গণমাধ্যম, লিগ-সবাই বড় নাম মেসি আর আমাকে ঘিরেই আলোচনা করবেন, সেটাই স্বাভাবিক।

কিন্তু আসল বিষয় হলো-দুটি দলই আকর্ষণীয় ও আক্রমণাত্মক ফুটবল খেলছে। আমার চোখে এটি নিখুঁত এক ফাইনাল। এর অংশ হতে পেরে আমি আনন্দিত।’

সাবেক বায়ার্ন মিউনিখ আর জার্মান জাতীয় দলের তারকা মুলারের মুখোমুখি বহুবার হতে হয়েছে লিওনেল মেসি, জর্ডি আলবা, সের্জিও বুসকেটস ও লুইস সুয়ারেসের।

২০২০ সালে বার্সেলোনার বিপক্ষে বায়ার্নের বিখ্যাত ৮-২ জয়ে স্কোয়াডে ছিলেন তিনি।

শেষবার মেসির মুখোমুখি হন ২০২৩ সালের ৮ মার্চ, পিএসজি-বায়ার্ন চ্যাম্পিয়নস লিগ ম্যাচে।

মুলার বলেন, ‘পুরোনো প্রতিপক্ষদের দেখা সবসময়ই ভালো লাগে। খুব ঘনিষ্ঠ না হলেও আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে দেখছি।

তারা সবাই দারুণ খেলোয়াড়। অতীতের ফলাফল ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু স্মৃতিগুলো বেশ সুন্দর।’

মেসি খেলেছেন এমন দলগুলোর বিপক্ষে মুলারের জয় ৭টি, হার ৩টি। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি, আর ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলের জয়ে শিরোপা জেতে মুলাররা। সে দুটি ম্যাচেই আর্জেন্টিনা স্কোয়াডে ছিলেন ইন্টার মায়ামির বর্তমান কোচ হাভিয়ের মাসচেরানো।

মুলারের নাম শুনে হাসতে হাসতেই তিনি বলেন, ‘তার বিরুদ্ধে আমার স্মৃতি খুব ভালো নয়। জাতীয় দলে হোক বা ক্লাব ফুটবলে-ওকে বহুবার মোকাবিলা করেছি। সে তার জেনারেশনের সেরা খেলোয়াড়দের একজন। ভ্যানকুভার নয়, পুরো লিগের জন্যই তার উপস্থিতি বাড়তি মর্যাদা এনে দিচ্ছে। আশা করি ভাগ্য এবার আমাদের পাশে থাকবে।’

দল ও ব্যক্তিগত রেকর্ড নিয়ে আত্মবিশ্বাসী হলেও অতীত নিয়ে বাড়তি চিন্তা করতে নারাজ মুলার।

তার ভাষায়, ‘ইতিহাস তো বইয়ে লেখা হয়ে গেছে। সেসব অভিজ্ঞতা দারুণ, কিন্তু শনিবারের ম্যাচে এসব কিছুই কাজে লাগবে না। মাঠের পারফরম্যান্সই মুখ্য। আমাদের দল এই মৌসুমে দুবার ইন্টার মায়ামিকে হারিয়েছে, তবে সেটাও চূড়ান্ত ফল নির্ধারণ করে না। সব ঠিক হয় মাঠেই।’

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামিকে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে বিদায় করেছিল হোয়াইটক্যাপস।

তবুও সতর্ক মুলার বলেন, ‘শনিবারের ম্যাচ সম্পূর্ণ আলাদা হবে। অতীতের জয় কিছুটা আত্মবিশ্বাস দেয় ঠিকই, কিন্তু আসল সিদ্ধান্ত হবে ৯০ মিনিটে। আশা করি ম্যাচ শেষে আমরা ভালো কিছু নিয়েই কথা বলতে পারব।’

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ওসমান হাদির মৃত্যুর সংবাদ সত্য নয়: ইনকিলাব মঞ্চ Dec 18, 2025
img
বাংলাদেশে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে ঢাবিতে আজাদী মিছিল Dec 18, 2025
img
ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, আমরা আশাবাদী ভাই ফিরবেন: ফাতিমা তাসনিম জুমা Dec 18, 2025
img
মেহজাবীনের বিরুদ্ধে অভিযোগের মামলার শুনানি বৃহস্পতিবার Dec 17, 2025
img
২০২৬ ফুটবল বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা ফিফার Dec 17, 2025
img
নিজের বিকৃত ছবি ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ শ্রীলীলা Dec 17, 2025
img
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার Dec 17, 2025
img
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং Dec 17, 2025
img
ইমরান খানের সঙ্গে দেখা করতে জানুয়ারিতে পাকিস্তানে ফেরার পরিকল্পনা দুই ছেলের Dec 17, 2025
img
পৃথক স্মরণসভা নিয়ে এবার মুখ খুললেন দেওল ঘনিষ্ঠ মনোজ দেশাই Dec 17, 2025
img
শিল্পা শেঠির রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ম্যানেজার Dec 17, 2025
img
চব্বিশের ডামি প্রার্থীরা যেন ভোটে অংশ নিতে না পারেন: ইসিকে লিগ্যাল নোটিশ Dec 17, 2025
img
ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব Dec 17, 2025
img
কৃষকের ১১৭টি আমগাছ কেটে নিল দুর্বৃত্তরা Dec 17, 2025
img
বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা! Dec 17, 2025
img

আইপিএল নিলাম

দল পাওয়া নিয়ে নাটকীয়তা, সুযোগ পেয়ে বললেন ‘নতুন জীবন পেলাম’ Dec 17, 2025
img
প্রাক্তন স্ত্রীর কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন কুমার শানু Dec 17, 2025
img
‘রাজাকার’ বয়ানে হাসিনার পতন, আবারও এই ঘৃণা ছড়ানো হচ্ছে: হেফাজত Dec 17, 2025
img
নিজের বিচার সরাসরি সম্প্রচারের দাবি ইনুর Dec 17, 2025
img
আমার গানের গলার ক্রেডিট শাবনূরকেই দিতে চাই : কনকচাঁপা Dec 17, 2025