শেষ চারের আগে দেখা হবে না আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্সের

ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে টানা দুইবারের ফাইনালিস্ট ফ্রান্স। গ্রুপ পর্ব পার হলেও যেন এই তিন দলের শুরুতেই দেখা না হয়, সেভাবেই সাজানো হয়েছে গ্রুপ পর্বের ড্র। এই তিন দল সকল বাধা পার করলেও সেমিফাইনাল ও ফাইনালের আগে মুখোমুখি হবে না।

ফিফা জানিয়েছে, শীর্ষ চার র‌্যাংকিংধারী দলকে (স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড) চারটি ভিন্ন পথে রাখা হবে, যাতে করে সেমিফাইনাল ও ফাইনালের আগে তাদের একে অন্যের সঙ্গে দেখা না হয়।

কাতারে তিন বছর আগে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবার দুই দলের ফাইনালের পুনরাবৃত্তি হলেও অপেক্ষা করতে হবে অন্তত সেমিফাইনাল পর্যন্ত।
পট ওয়ানের দলের গ্রুপ নির্ধারণ শেষে বাকি পট থেকে দল নিয়ে গ্রুপ সাজানো হবে। তবে একই ফেডারেশন থেকে একটির বেশি দল একই গ্রুপে জায়গা পাবে না। শুধু ব্যতিক্রম উয়েফা। এই মহাদেশ থেকে ১৬টি দল খেলবে। তাই একই গ্রুপে দুটি উয়েফার দল রাখার সুযোগ রয়েছে। তাতে অন্তত চারটি গ্রুপে এই মহাদেশের দুটি দলকে দেখা যাবে।


৪৮ দলের প্রত্যেকের নাম একটি কাগজে ভাঁজ করে বলের মধ্যে রাখা হবে। পটের ক্রম অনুযায়ী ১২টি করে দেশের নাম লুকিয়ে রাখা বল চারটি ভিন্ন পটে রাখা হবে। আরেক পাশে ১২টি গ্রুপের পট, যেখানে দলগুলোর গ্রুপে স্থান নির্ধারণে ১-৪ লেখা কাগজের চারটি করে বল থাকবে। নির্বাচকরা প্রথমে বলগুলো এলোমেলো করে এক নম্বর পট থেকে একে একে বলগুলো তুলবেন এবং পর্যায়ক্রমে গ্রুপের এক নম্বর স্থানে তারা জায়গা পাবে। যেহেতু আয়োজক তিন দেশ আগেই তাদের গ্রুপ জেনে গেছে, বাকি ৯ দলকে যথাক্রমে সি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল গ্রুপে।

পট একের গ্রুপ নির্ধারণ শেষ হলে একইভাবে প্রথমে পট ২, তারপর পট ৩ ও ৪ থেকে একবারে একটি করে বল তুলে পর্যায়ক্রমে এ থেকে এল গ্রুপে রাখা হবে। এক নম্বর পটের প্রত্যেক দল প্রতি গ্রুপের শীর্ষ জায়গায় থাকবে। তবে বাকি পটগুলো থেকে নির্বাচিত দলের গ্রুপে স্থান নির্ধারণ হবে দৈবচয়ন ভিত্তিতে।

আগামী বছরের জুনে আমেরিকায় পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। তার আগে আজ রাতে ওয়াশিংটনে হবে সেই বিশ্বকাপের ড্র। ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে অংশ নেওয়া দেশগুলোর ভাগ্য নির্ধারণী দিনও বলা যেতে পারে এটিকে। কোন দল কোন গ্রুপে পড়ল, কোন দলের বিশ্বকাপ অভিযান কেমন হতে যাচ্ছে-সবকিছুর আভাস তো আজই পাওয়া যাবে (FIFA World Cup 2026 Final Draw)।



আজ (শুক্রবার) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে এবং ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে হবে এই জমকালো ড্র। অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টায়। ফিফা জানিয়েছে, ড্রয়ের পরদিন, অর্থাৎ শনিবার (৬ ডিসেম্বর) সব ম্যাচের সূচি প্রকাশ করা হবে। ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ফিফার অফিশিয়াল ওয়েবসাইট এবং ফিফার ইউটিউব চ্যানেলে।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নিজের বিচার সরাসরি সম্প্রচারের দাবি ইনুর Dec 17, 2025
img
আমার গানের গলার ক্রেডিট শাবনূরকেই দিতে চাই : কনকচাঁপা Dec 17, 2025
img
মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান Dec 17, 2025
img
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ালেন পাকিস্তানের প্রধান কোচ Dec 17, 2025
img
দেশ-বিদেশ ঘুরতে প্রস্তুত বাঁধনের থ্রিলার ঘরানার সিনেমা ‘মাস্টার’ Dec 17, 2025
দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর উদ্বোধন Dec 17, 2025
জোট নয়, আসন সমঝোতা: বদলাচ্ছে বিএনপির কৌশল Dec 17, 2025
মুক্তিযুদ্ধের পটভূমিতে বলিউড সিরিজ, নেতৃত্বে আরিফিন শুভ Dec 17, 2025
img
শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে বাংলাদেশ Dec 17, 2025
img
শোকস্তব্ধ ডিনো মোরিয়া, প্রাক্তনের দুঃসময়ে এগিয়ে এলেন বান্ধবী বিপাশা! Dec 17, 2025
img
ইউরোপকে পুতিনের কড়া হুঁশিয়ারি Dec 17, 2025
img
ভারতের হাইকমিশনের ইট খুলে নেওয়ার বার্তা দিলেন ডাকসু নেতা Dec 17, 2025
img
ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেতা ‘বাক রজার্স’ Dec 17, 2025
img
এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে হাদির হামলাকারী ফয়সাল Dec 17, 2025
img
চেয়ারে কেউ একবার বসলে সে আর ছাড়তে চায় না: ধর্ম উপদেষ্টা Dec 17, 2025
img
বিতর্কিত অঙ্গভঙ্গির ছবি শেয়ার করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড Dec 17, 2025
img
আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 17, 2025
img
ভারতের হাইকমিশনারকে কঠিন হুসিয়ারী দিলেন হাসনাত আবদুল্লাহ Dec 17, 2025
img
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা Dec 17, 2025
img
রোমাঞ্চ নিয়ে ফের পর্দায় ‘ফলআউট’ Dec 17, 2025