প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন অপু বিশ্বাস ও সজল

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। ‘দূর্বার’ শিরোনামের এ সিনেমাতে সজলের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশের একটি গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক কামরুল হাসান ফুয়াদ। এটি পরিচালকের প্রথম সিনেমা।

জানা গেছে, মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্পের এ সিনেমাটিতে থাকবে রোমান্স এবং ড্রামার মিশেল। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে এতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর মুন, সানজু জন। আগামী ১৬ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। তবে শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেওয়ার কথা আছে তাঁদের।

ছবির পরিচালক বলেন, ‘মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্প, সঙ্গে রোমান্স তো থাকবেই। এরকম একটা গল্প চুজ করেছি যেটা প্রেক্ষাগৃহের দর্শক এবং ওটিটির, সবারই পছন্দ হয়। এখন প্রি-প্রোডাকশন চলছে, একইসঙ্গে চলছে রিহার্সেল। সবকিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বর থেকে শুটিং শুরুর প্ল্যান।’

সজল এবং অপু বিশ্বাসকে জুটি করার পরিকল্পনা কোন ভাবনা থেকে, এমন প্রশ্নে কামরুল হাসান ফুয়াদ বলেন, ‘এখন পর্যন্ত অনেকগুলো ফিকশন, বিজ্ঞাপন নির্মাণ করেছি। আমার প্রথম ফিকশনের নায়ক ছিলেন সজল ভাই। তার অভিনয় কিংবা পারফররম্যান্স নিয়ে তো কোনো সন্দেহ নেই। সেই জায়গা থেকে নিজের প্রথম সিনেমাটা তার সঙ্গেই করার ইচ্ছে ছিল। এছাড়া যেহেতু প্রেক্ষাগৃহের জন্য সিনেমাটা, আরও একজন পারফর্মার প্রয়োজন ছিল।



সেদিক থেকে অপু দি নিঃসন্দেহে দারুণ। তাকে গল্প শোনানোর পর তিনি সেটি পছন্দ করেন।’

জানা গেছে, রাজধানী ঢাকা ছাড়াও সিনেমাটির শুটিং হবে রাজশাহী এবং নেপালে। ছবিতে তিনটি গান থাকবে। গানগুলো গাইবে ইমরান মাহমুদুল, কনা, বেলাল খান। সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক।

এদিকে এর আগে প্রায় দুই শতাধিক ফিকশন এবং প্রায় অর্ধ শতাধিক বিজ্ঞাপন নির্মাণ করেছেন কামরুল হাসান ফুয়াদ। গেল বছর প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে ‘দেয়াল’ এবং চলতি বছরের মাঝামাঝিতে নিরব হোসাইনকে নিয়ে ‘দেশ’ সিনেমার ঘোষণা দেন তিনি। তবে সবার আগে শুটিংয়ে গড়াচ্ছে ‘দূর্বার’। এটি শেষে এরপর ‘দেশ’ এবং তারপর ‘দেয়াল’ এর কাজ শুরু করবেন। 

অন্যদিকে আব্দুন নূর সজল কিছুদিন আগেই শেষ করেছেন রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। এখনো ছবির গানের শুটিং বাকি। সবকিছু ঠিক থাকলে এ ছবিটিও আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে। 

বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘সিক্রেট’ নামে আরেক সিনেমায় অভিনয় করবেন অপু বিশ্বাস। এতে অপুর নায়ক আদর আজাদ। দুর্বারের কাজ শেষ হওয়ার পর সিক্রেট সিনেমার শুটিং শুরু করবেন অপু। 

  আরপি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ Dec 14, 2025
img

প্রধান উপদেষ্টাকে জামায়াত সেক্রেটারি

হাদির ওপর হামলায় জড়িত গডফাদাররা চিহ্নিত না হলে নির্বাচন সুষ্ঠ হবে না Dec 14, 2025
img
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে Dec 14, 2025
img
বাড্ডায় বাসে আগুন Dec 14, 2025
img
প্রধান উপদেষ্টাকে ফোন দিলেন জাতিসংঘ মহাসচিব Dec 14, 2025
img
ন্যাটোতে যোগ দেয়ার চিন্তা বাদ জেলেনস্কির Dec 14, 2025
img
হাতিয়ায় জনসংযোগকালে দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ Dec 14, 2025
img
হাদিকে হত্যাচেষ্টার আসল রহস্য উদঘাটন করতে হবে : পিপি ফারুকী Dec 14, 2025
img
ডিসেম্বরের ১৩ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার Dec 14, 2025
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে বল করতেও প্রস্তুত গ্রিন Dec 14, 2025
বায়ার্নের ‘গোলমেশিন’ কেইনে মুগ্ধ কোচ ভিনসেন্ট কম্পানি Dec 14, 2025
img

ওসমান হাদিকে হত্যাচেষ্টা

আদালতে কি বললেন সেই মোটরসাইকেলটির মালিক? Dec 14, 2025
img
সাগরপাড়ে মিমের 'সাগরকন্যা' রূপে মুগ্ধ ভক্তরা Dec 14, 2025
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব Dec 14, 2025
img
এবার সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা Dec 14, 2025
img
শুধু ভোটার নয়, রাজনীতিবিদরাও এখন বিপদে আছেন: দেবপ্রিয় Dec 14, 2025
img
আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে (পিএসএল) Dec 14, 2025
img
স্বামীর সঙ্গে অবকাশ যাপনে মেহজাবীন Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবী দিবসে গোলাম আযম-নিজামীকে সূর্যসন্তান বলায় হট্টগোল Dec 14, 2025
img
৮ দফা ঘোষণায় জলবায়ু ন্যায্যতা সমাবেশের সমাপ্তি Dec 14, 2025