লা লিগার নতুন সপ্তাহে আজ মধ্যরাতে আবারো আলোচনার কেন্দ্রবিন্দু রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবেউয়ে নয়, তবে অ্যাওয়ে ম্যাচেও সমান চাপ নিয়ে মাঠে নামছে আনচেলত্তির শিষ্যরা। প্রতিপক্ষ সেল্তা ভিগো যারা সাম্প্রতিক ম্যাচগুলোতে ধারাবাহিক ফল না পেলেও বড় দলের বিপক্ষে চমকে দেওয়ার ক্ষমতা রাখে।
বাংলাদেশ সময় রাত ২টায় বিগিন অ্যাপে সরাসরি দেখা যাবে ম্যাচটি। শীর্ষে অবস্থান মজবুত রাখার জন্য রিয়ালের সামনে এটি গুরুত্বপূর্ণ লড়াই। আহত-নিষিদ্ধের কারণে দল গঠনে কিছু পরিবর্তন আসতে পারে, তবে ভিনিসিয়ুস ও বেলিংহ্যামরা আজও আক্রমণভাগে ছন্দ ফেরানোর লক্ষ্যে নামবেন।
অন্যদিকে, টিকে থাকার লড়াইয়ে নামা সেল্তা ভিগো নিজেদের মাঠের সমর্থন কাজে লাগাতে চায়। রিয়ালের রক্ষণভাগের ফাঁক খুঁজে দ্রুত গোলের চেষ্টা থাকবে তাদের। দুদলই পয়েন্টের জন্য মরিয়া তাই ম্যাচটি হতে পারে উত্তেজনায় ভরা।
এসএস/টিকে