সোমবার রাতেই গুজরাটের জামনগর পৌঁছে গেলেন লিয়োনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। দিল্লির অনুষ্ঠান শেষেই তাঁরা জামনগরের উদ্দেশে রওনা দেন।
শিল্পপতি মুকেশ অম্বানীর আমন্ত্রণে দুই সতীর্থকে নিয়ে জামনগর গিয়েছেন মেসি। মুকেশ তাঁদের ‘বনতারা’য় আমন্ত্রণ জানিয়েছেন। মেসির ভারত সফরের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি রবিবার নৈশভোজ করেন তিন ফুটবলারের সঙ্গে। তার পরই আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে ‘বনতারা’য় নিয়ে যেতে সক্রিয় হয় রিলায়্যান্স গোষ্ঠী। মোটা টাকার চুক্তির প্রস্তাব দেওয়া হয় মেসিকে। তাতে মেসি তাঁর পূর্বনির্ধারিত ভারত সফর দীর্ঘায়িত করতে রাজি হন। প্রথমে জানা গিয়েছিল, মঙ্গলবার সকালে জামনগর যাবেন মেসি। পরে সূচি পরিবর্তন করে সোমবার রাতেই পৌঁছানোর সিদ্ধান্ত নেন এলএম টেন।
মেসির সঙ্গে নাম যুক্ত করার দৌড়েও ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী পিছিয়ে থাকতে চায়নি বলেই সংস্থার সূত্রে খবর। অম্বানী গোষ্ঠীর পক্ষ থেকে মেসিকে আমন্ত্রণ জানানো হয় জামনগরের ‘বনতারা’য়। তার বিনিময়ে মোটা অর্থের প্রস্তাব দেওয়া হয় আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে। অম্বানী গোষ্ঠীর প্রস্তাবে রাজি হয়ে মুকেশের প্রস্তাব গ্রহণ করেন মেসি। তার পর সফরসূচি বাড়িয়ে দিল্লি থেকে জামনগরের যাওয়ার সিদ্ধান্ত নেন।
এবি/টিকে