ইনজুরির কারণে প্রথম দুই অ্যাশেজ খেলতে পারেননি প্যাট কামিন্স। তবে তৃতীয় টেস্টে ফিরলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের নিয়মিত অধিনায়ক। তার পাশাপাশি অ্যাডিলেড টেস্টে ফলে ফেরানো হয়েছে স্পিনার নাথান লায়নকেও।
অ্যাশেজের তৃতীয় টেস্টে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে দারুণ পারফর্ম করেও একাদশে জায়গা হারিয়েছেন মাইকেল নেসার। দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন এই পেসার। তার জায়গায় দলে নেয়া হয়েছে প্যাট কামিন্সকে।
অপরদিকে, একাদশে ফিরেছেন নাথান লায়নও। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন এই স্পিনার। লায়ন ফেরাতে একাদশ থেকে জায়গা হারিয়েছেন প্রথম দুই টেস্ট খেলা ব্রেন্ডন ডগেট।
এদিকে অ্যাডিলেড টেস্টেও একাদশে জায়গা পাননি ওপেনার উসমান খাজা। ইনজুরি থেকে ফিরলেও, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ওপেনিংয়ে হেড ও ওয়েদারল্ডের উপরই ভরসা রাখছে।আগামীকাল (বুধবার) শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টে জিততে পারলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে অজিরা।
অস্ট্রেলিয়া একাদশ:
ট্র্যাভিস হেড, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড।
এসএস/টিকে