আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষলগ্নে ভারতীয় সেনাবাহিনী এতে যোগ দেয় এবং যৌথ বাহিনীর কাছে পাকিস্তান আত্মসমর্পণ করে।
ঐতিহাসিক এই দিনটিকে ভারতও তাদের 'বিজয় দিবস' হিসেবে পালন করে। তবে দিবসটি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া এক বার্তায় বাংলাদেশের নাম উল্লেখ না থাকায় বিষয়টি আলোচনায় এসেছে।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরকে 'ভারতের ঐতিহাসিক বিজয়' হিসেবে অভিহিত করলেও একবারের জন্যও বাংলাদেশের নাম উল্লেখ করেননি।
পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, বিজয় দিবসে, আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা এবং আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল এবং নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
এসএস/টিকে