ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভয়াবহ ঝড় আছড়ে পড়লে প্রায় ৪০ মিটার উঁচু স্ট্যাচু অব লিবার্টির একটি রেপ্লিকা ভেঙে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের দক্ষিণাঞ্চলের শহরে এ ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ভাস্কর্যটির মালিকানা থাকা সংস্থা।
ঘন ঝড়ের সঙ্গে প্রবল বাতাস বইতে থাকায় হাভান নামের একটি বড় খুচরো বিপণিবিতানের পার্কিং এলাকায় স্থাপিত এই স্ট্যাচুটি দুলতে দুলতে হেলে পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঝড়ো হাওয়ার চাপে মূর্তির উপরের অংশ ভেঙে পড়ে এবং মাটিতে আছড়ে পড়ে মাথার অংশ সম্পূর্ণ চূর্ণ হয়ে যায়।
প্রায় ১১৪ ফুট উচ্চতার এই প্রতিরূপটি ব্রাজিলজুড়ে হাভান স্টোরগুলোর বাইরে স্থাপিত একাধিক অনুরূপ ভাস্কর্যের একটি। কোম্পানি সূত্র জানায়, প্রায় ২৪ মিটার (৭৮ ফুট) উচ্চতার উপরের অংশটিই কেবল ভেঙে পড়েছে, তবে ১১ মিটার (৩৬ ফুট) উঁচু ভিত্তি বা পেডেস্টালটি অক্ষত রয়েছে।
হাভান এক বিবৃতিতে জানায়, ২০২০ সালে স্টোরটি চালু হওয়ার পর থেকেই ভাস্কর্যটি সেখানে ছিল এবং সব প্রয়োজনীয় কারিগরি অনুমোদন নেওয়া হয়েছিল। দুর্ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞ দল ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে।
গুইবার মেয়র মার্সেলো মারানাতা জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় দল ও রাজ্য সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রশংসা করেন।
এনডিটিভি জানিয়েছে, বিকাল তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। আবহাওয়া দপ্তর জানায়, ওই অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটারের বেশি ছিল। আগেই জরুরি বার্তার মাধ্যমে বাসিন্দাদের ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের সতর্কতা দেওয়া হয়েছিল।
ঝড়ের প্রভাব রিও গ্রান্ডে দো সুল রাজ্যের বড় অংশজুড়ে পড়ে। বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি, বাড়িঘরের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়া, গাছ উপড়ে পড়া এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিতে কিছু রাস্তা আংশিকভাবে জলমগ্নও হয়।
আবহাওয়াবিদরা জানান, একটি ঠান্ডা আবহাওয়ার ফ্রন্টের কারণেই হঠাৎ এই শক্তিশালী ঝড় ও দমকা হাওয়া সৃষ্টি হয়। মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আরপি/টিকে