বাংলাদেশে সহিংস রাজনীতির সংস্কৃতির কোনো জায়গা নেই : রিজওয়ানা হাসান

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শুধু ক্ষমতা বদলের প্রক্রিয়া নয়, এটি গণতন্ত্র পুনর্গঠনের একটি নির্ণায়ক মুহূর্ত— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার ভাষায়, এই নির্বাচন একটি শক্ত ভিত্তি তৈরি করবে, যা গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং সরকারকে জনগণের কাছে বাস্তব জবাবদিহির আওতায় আনবে।

উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে যে বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে, ফেব্রুয়ারির নির্বাচন সেই লক্ষ্য অর্জনের যাত্রার সূচনা হতে পারে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, এটি শুধু একটি নির্বাচন নয়, এটি এক অর্থে গণভোট। সংস্কার নিয়ে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেখানে জনগণ সরাসরি তাদের মতামত জানানোর সুযোগ পাবে। সেই রায়ের ভিত্তিতেই গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হতে পারে।

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিপক্ষকে দমন করতে যুক্তি ও তর্কের জায়গায় হত্যাচেষ্টা কিংবা সহিংসতার পথ বেছে নেওয়া অত্যন্ত দুঃখজনক। এগুলো নিন্দনীয়, কাপুরুষোচিত কাজ। এতে কোনো বীরত্ব নেই। শক্তি থাকলে জনগণের মুখোমুখি হতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সামনে যাওয়ার পথ সবারই জানা— বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করার যে সংস্কৃতি গড়ে উঠেছে, নতুন বাংলাদেশের রাজনীতিতে তার কোনো স্থান নেই। তার মতে, সরকার তখনই সফল বলে বিবেচিত হবে, যখন সুষ্ঠু নির্বাচন, বিচার এবং কাঠামোগত সংস্কারের যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

নির্বাচন ঘিরে সরকারের অবস্থান স্পষ্ট করে রিজওয়ানা হাসান বলেন, আমাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচন নিশ্চিত করা। মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, এই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য একটি শক্তি সক্রিয় রয়েছে। সে কারণেই রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।

তিনি জানান, সরকার শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই এগোচ্ছে। কিন্তু জনগণকে ভয় দেখানোর একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সাধ্যমতো সব চেষ্টা করে যাচ্ছে— যোগ করেন তিনি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন ঘটনা নয় : আখতার হোসেন Dec 16, 2025
img
ভারতে অনুপ্রবেশকালে বাঘাডাঙ্গা সীমান্তে ১ নারী আটক Dec 16, 2025
img
টিজারেই নস্ট্যালজিয়ায় ভাসাল 'বর্ডার ২' সিক্যুয়েল Dec 16, 2025
img
নতুন বার্তা দিলেন মোনালিসা Dec 16, 2025
img
আম্বানীর ‘বনতারা’ ঘুরে মঙ্গলবার দুই সতীর্থকে নিয়ে ভারত ছাড়লেন মেসি Dec 16, 2025
img
দেশপ্রেমের বার্তা নিয়ে বিজয় দিবসে মৌটুসী Dec 16, 2025
img
বিজয় দিবসে তারকাদের ভাবনা Dec 16, 2025
img
‘ধুরন্ধর’-এ অক্ষয়ের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত আমিশা Dec 16, 2025
img
স্বাধীনতার ৫৫ বছরেও জাতি জান-মালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত : রেজাউল করীম Dec 16, 2025
img
নতুন বছরে পর্দায় ফিরছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটি Dec 16, 2025
img

জান্নাতুল পিয়া

বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া Dec 16, 2025
img
জনসংখ্যা বাড়াতে রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত Dec 16, 2025
img
কেন্দ্রীয় চরিত্র দিয়েই শুরু হচ্ছে শুভর বলিউড যাত্রা Dec 16, 2025
img
হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার Dec 16, 2025
আগামীতে ইনসাফ কায়েমের শপথ নেয়ার আহ্বান এস এম ফরহাদের Dec 16, 2025
মিয়ানমারের কারাবন্দি নেত্রী সুচি বেঁচে নেই? Dec 16, 2025
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাবমেরিন গুরুতর ক্ষতিগ্রস্ত Dec 16, 2025
জাতীয় দিবসগুলো আমাদের ঐক্যবদ্ধ করে: ঢাবি ভিসি Dec 16, 2025
ব্র্যান্ডের মোড়কে ভেজাল! লাভেলো প্যাকেটে লোকাল আইসক্রিম বিক্রি Dec 16, 2025
বিজয়ের ৫৫ বছর: গৌরব, শ্রদ্ধা ও অঙ্গীকারের দিন Dec 16, 2025