সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে সরকার আইনি প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
ভাষণে তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে একটি মামলার রায় ঘোষণা করেছে। ওই রায়ে গণঅভ্যুত্থানকালে সংঘটিত নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
প্রধান উপদেষ্টা জানান, বিচারিক রায়ের ধারাবাহিকতায় অভ্যুত্থানের পর দেশত্যাগকারী শেখ হাসিনা এবং একই মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যত ক্ষমতাধরই হোক না কেন, তাকে অবশ্যই বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ভাষণে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, প্রতিশোধ নয়- বরং ন্যায়বিচার ও আইনের শাসনের ভিত্তিতেই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।
এসএন