বিজয় দিবসের সকালেই দেশপ্রেমের আবেগে আগুন লাগাল বহু প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’। ১৯৯৭ সালের কালজয়ী যুদ্ধচিত্রের সিক্যুয়েলের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই নস্ট্যালজিয়ায় ভেসেছেন সিনেপ্রেমীরা। ২৭ বছর পর আবার সেনার পোশাকে সানি দেওল। তবে এ বার ‘ঢায় কিলো কা হাত’-এর বদলে তাঁর হাতে মেশিন গান, চোখে একই দৃঢ়তা, কণ্ঠে সেই চেনা হুঙ্কার।
টিজারের শুরুতেই যুদ্ধক্ষেত্রে মেজর কুলদীপ সিংয়ের প্রত্যাবর্তন। সহযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত রক্ষার শপথ। আর তার মধ্যেই বজ্রকণ্ঠে উচ্চারণ—আরও একবার দেশের জন্য লড়াই। গর্জন যেন লাহোর অবধি শোনা যায়। এই একটি সংলাপেই স্পষ্ট, দ্বিতীয় পর্বেও আবেগ, দেশপ্রেম আর যুদ্ধের উত্তাপ থাকবে পূর্ণমাত্রায়।
‘বর্ডার ২’ পরিচালনা করছেন অনুরাগ সিং। সানি দেওলের পাশাপাশি জওয়ানের চরিত্রে দেখা মিলেছে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও অহন শেট্টির। টিজারে তাঁদের সংক্ষিপ্ত উপস্থিতিতেই বোঝা যাচ্ছে, নতুন প্রজন্মের সৈনিকদের গল্পের সঙ্গে পুরনো বীরত্বের সেতুবন্ধন ঘটানোই এই ছবির মূল লক্ষ্য।
নির্মাতাদের সূত্রে জানা যাচ্ছে, ছবির পটভূমি ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ। বিশাল বাজেট, টানটান চিত্রনাট্য আর হাইভোল্টেজ অ্যাকশনের সঙ্গে আবেগের জায়গাটাও সমান গুরুত্ব পেয়েছে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও সংগীত বড় ভূমিকা নেবে। ফের শোনা যাবে ‘সন্দেশে আতে হ্যায়’, নতুন রূপে, নতুন আবহে।
টিজারেই ঘোষণা করা হয়েছে মুক্তির দিনক্ষণ। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে, ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘বর্ডার ২’। এই ছবির সঙ্গে যুক্ত রয়েছেন ভূষণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত। দীর্ঘদিন ধরে ভারতীয় দর্শকের মনে ‘বর্ডার’ মানেই গর্ব, চোখে জল আর বুকভরা দেশপ্রেম। সেই অনুভূতিকেই নতুন সময়ের ভাষায় আবার বড়পর্দায় ফিরিয়ে আনতে চলেছে ‘বর্ডার ২’।
টিজার প্রকাশের পর থেকেই নেটমাধ্যমে উন্মাদনা তুঙ্গে। অনেকের কাছেই এটি শুধু একটি ছবি নয়, বরং স্মৃতি আর আবেগে মোড়া এক প্রত্যাবর্তন। বিজয় দিবসে সেই আবেগেই আবার গর্জে উঠল সীমান্তের গল্প।
এমকে/এসএন