ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদদীন এর নেতৃত্বে ডিসি মামুন ও এডিসি মোবাশ্বের অভিযানে অংশ নেন।
সিসিটিভির ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নাম্বার প্লেট পরিবর্তনের বিষয়টি সিটিটিসি উদঘাটন করে। পরবর্তীতে সিসিটিভির ফুটেজ আনালাইসিস এর মাধ্যমে মোটরসাইকেল, হেলমেট এবং পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর হতে ভুয়া নাম্বার প্লেটটি উদ্ধার করা হয়।
হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি। পরবর্তীতে জনৈক শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল, আনারুল হতে পুনরায় ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তি মোটরসাইকেলটি ক্রয় করেন।
সর্বমোট ৮ জনের ক্রয়-বিক্রয় শেষে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল এর সহযোগী মোঃ কবির এর জাতীয় পরিচয় পত্র পরিচয় ব্যবহার করে মাইনুদ্দিন ইসলাম এর নামে মোটরসাইকেলটি ক্রয় করা হয়। মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নাম্বার প্লেটটি ডিবির নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন।
এবি/টিকে