বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন ঘিরেই যত অভিযোগ ঢাকার শীর্ষ ক্লাবগুলোর। যে কারণে বিসিবির বর্তমান কমিটির অধীনে তারা সব ধরনের লিগ বর্জন করেছে। সেই ধারাবাহিকতায় ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে শীর্ষ ২০ দলের মধ্যে ৮ দলই অংশ নেয়নি।
আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিজয় দিবস প্রীতি ম্যাচ শেষে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ মুখোমুখি হন গণমাধ্যমের। সেখানে তিনি বলেন, ‘খেলা বন্ধ করলে লাভ কার হয় আমি জানি না। কিন্তু ক্ষতি হয় ক্রিকেটারদের, ক্ষতি হয় বাংলাদেশের ক্রিকেটের। মাঠে খেলা না হলে কারোরই কোনো লাভ নেই।’
বিসিবি ও ক্লাবের দ্বন্দ্বে ক্রিকেটারদের লোকসান মানতে পারছেন না ফারুক, ‘এখানে দুই পক্ষ নয়, এক পক্ষই রয়েছে। ক্লাব যদি খেলতেই না চায়, তাহলে বোর্ড কী করবে? ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে ক্লাবগুলোকে খেলায় ফেরাতে। নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য খেলোয়াড়দের সামনে রেখে খেলা বন্ধ করা খুবই দুঃখজনক।’
যে কোনো ইস্যুতে খেলা বন্ধ করে আন্দোলনের সংস্কৃতি বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপজ্জনক বলেও জানান তিনি, ‘এই ধারাটা যদি চালু হয়ে যায়, যেকোনো সময় যেকোনো বিষয়ে খেলা বন্ধ হয়ে যাবে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো না। এটা অশনি সংকেত।’
আইকে/টিএ