পিএসজির হয়ে গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। ফরাসি জায়ান্টদের ট্রেবল জয়ের পথে গোলবারের অতন্দ্রপ্রহরীর দায়িত্ব পালন করেছেন ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক। গত সেপ্টেম্বরে ফ্রান্স ফুটবল সাময়িকীর বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতেছিলেন ইতালিয়ান গোলরক্ষক। ২৬ বর্ষী গোলরক্ষক এবার জিতেছেন ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারও। মেয়েদের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন হান্নাহ হ্যাম্পটন।
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে জমকালো আয়োজনে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
দোন্নারুমার এটি প্রথম ফিফা বর্ষসেরা পুরস্কার। ২০২৪ সালে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লিগা ওয়ান এবং ফ্রেন্স কাপ জিতেছেন ইতালিয়ান গোলরক্ষক। বর্তমানে তিনি ম্যানচেস্টার সিটির গোলবার সামলাছেন।
২০২৫ সালে মেয়েদের ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সে দলের গোলরক্ষক ছিলেন চেলসির হ্যাম্পটন।
এমআর/টিকে