কাতারের দোহায় জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট ২০২৫ সালের জন্য ফিফার বর্ষসেরাদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। ছেলেদের ক্যাটাগরিতে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন উসমানে ডেম্বেলে। মেয়েদের ক্যাটাগরিতে বর্ষসেরা ফুটবলার স্পেন ও বার্সেলোনার ফুটবলার আইতানা বনমাতি।
প্রথমবারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ হলেন ডেম্বেলে। অন্যদিকে টানা তৃতীয়বার মেয়েদের বর্ষসেরা পুরস্কার পেলেন বনমাতি।
২০২৫ সালে ফিফার ছেলেদের বর্ষসেরা কোচের খেতাব জিতেছেন পিএসজির ট্রেবল জয়ে অসামান্য ভূমিকা রাখা লুইস এনরিকে। মেয়েদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের দায়িত্বে থাকা সারিনা উইগম্যান।
ছেলেদের ক্যাটাগরিতে সেরা গোলরক্ষক হয়েছেন পিএজিকে ট্রেবল জেতানো গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। মেয়েদের মেয়েদের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন চেলসি ও ইংল্যান্ডের গোলরক্ষক হান্নাহ হ্যাম্পটন।
এক নজরে বর্ষসেরা যারা
ছেলেদের বর্ষসেরা ফুটবলার: উসমানে ডেম্বেলে (পিএসজি/ফ্রান্স)
ছেলেদের বর্ষসেরা গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি, বর্তমানে ম্যানচেস্টার সিটি/ইতালি)
ছেলেদের বর্ষসেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)
মেয়েদের বর্ষসেরা ফুটবলার: আইতানা বনমাতি (বার্সেলোনা/স্পেন)
মেয়েদের বর্ষসেরা গোলরক্ষক: হান্নাহ হ্যাম্পটন (চেলসি/ইংল্যান্ড)
মেয়েদের বর্ষসেরা কোচ: সারিনা উইগম্যান (ইংল্যান্ড জাতীয় দল)
ফিফা ফেয়ার প্লে পুরস্কার: ডা. আন্দ্রেয়াস হারলাস-নিউকিং (চিকিৎসক, জার্মান ক্লাব এসএসভি জাহন রেজেনসবার্গ)
ছেলেদের বর্ষসেরা গোল/পুসকাস অ্যাওয়ার্ড: সান্তিয়াগো মন্টিয়েল (আর্জেন্টাইন প্রফেশনাল লিগে ইন্ডিপেন্ডেন্টে রিভাদাভিয়ার বিপক্ষে ক্লাব অ্যাটলেটিকো ইন্ডিপেন্ডিয়েন্টের হয়ে গোলটি করেন)
মেয়েদের বর্ষসেরা গোল/মার্তা অ্যাওয়ার্ড: লিজবেথ ওভাল (গুয়াদালাজারার বিপক্ষে টাইগ্রেসের হয়ে অসাধারণ গোলটি করেন তিনি)
ফিফা বর্ষসেরা ফ্যান পুরস্কার: ইরাকের ক্লাব জাখো এসসি’র সমর্থকরা (গত মে মাসে অসুস্থ শিশুদের জন্য খেলনা দান করে জিতেছেন এই পুরস্কার)।
এমআর/টিকে