বাইসাইকেল কিকে কত গোলই তো হয় ফুটবলে। কিন্তু ডি বক্সের বাইরে থেকে? বিরল এই কীর্তিতে অসাধারণ এক অর্জন ধরা দিল সান্তিয়াগো মন্তিয়েলের হাতে। বছরের সুন্দরতম গোলের পুরস্কার পেলেন তিনি।
আর্জেন্টিনার লিগে ইন্দেপেন্দিয়েন্তের হয়ে দারুণ গোলে ফিফার ‘দা বেস্ট’ অনুষ্ঠানে পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন মন্তিয়েল। গত ১১ মে আর্জেন্টিনার শীর্ষ লিগে ইন্দেপেন্দিয়েন্তে রিভাদাভিয়ার বিপক্ষে চমক জাগানো ওই গোল করেন মন্তিয়েল।
কর্নারের পর রিভাদাভিয়ার একজন হেড করলে বল ডি বক্সের বাইরে আসে। মন্তিয়েল ছিলেন ডি বক্সের বাইরেই। তাকে চ্যালেঞ্জ জানাতে আসা একজনকে এড়াতে গিয়ে ঘুরে যান তিনি। গোলের দিকে পিঠ থাকায় কোথায় পোস্ট, কোথায় গোলরক্ষক দেখার কোনো সুযোগই ছিল না তার। বাম পায়ের গতিময় ওভারহেড কিকে এরপরও জাল খুঁজে নিয়ে চমকে দেন তিনি।
২৫ বছর বয়সী মন্তিয়েল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গনসালো মন্তিয়েলের চাচাত ভাই। এই উইঙ্গার বললেন, পরিকল্পিত কোনো চেষ্টা ছিল না ওই গোলে। আমি তেমন কিছু ভাবিনি, স্রেফ শট নিয়েছি।
আর্জেন্টিনার তৃতীয় ফুটবলার হিসেবে বছরের সুন্দরতম গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন মন্তিয়েল। গত বছর জেতেন আলেহান্দ্রে গারনাচো। ব্রাজিলের ফুটবলাররাও তিনবার জিতেছেন এই পুরস্কার। এর বাইরে একাধিকবার জিততে পারেননি আর কোনো দেশের ফুটবলাররা।
গত বছরের ১১ অগাস্ট থেকে গত ২ অগাস্টের মধ্যে হওয়া গোলগুলোর মধ্যে থেকে দর্শনীয় ১০ পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিল।
এমআর/টিকে