আইপিএল নিলামে রেকর্ড গড়ার পরদিন শূন্যে আউট ক্যামেরন গ্রিন

আইপিএল নিলাম নিয়ে আগে থেকেই রোমাঞ্চ কাজ করছিল ক্যামেরন গ্রিনের মনে। সবচেয়ে দামী খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনি এগিয়ে ছিলেন, হয়েছেনও। বিদেশি খেলোয়াড় হিসেবে রেকর্ড দামে এই অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছেন। আসন্ন আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় হওয়ার রোমাঞ্চের রেশ কাটতে না কাটতেই ব্যাটিংয়ে হতাশ করলেন গ্রিন।

গতকাল (মঙ্গলবার) আইপিএলের নিলাম জুড়ে আলোচনায় গ্রিন। কারণ তাকে রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনেছে কেকেআর।পরের দিন ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় অ্যাশেজ টেস্টে ব‍্যাট হাতে ব‍্যর্থ হলেন।

অ্যাডিলেডে (বুধবার) প্রথম দিনের খেলায় মাত্র ২ বল স্থায়ী হলো অস্ট্রেলিয়ার গ্রিনের ইনিংস। কোনো রান করতে পারেননি তিনি। জোফরা আর্চারের বলে শূন‍্য রানে আউট হন তিনি। লেগের দিকে একটি শট খেলতে গিয়ে মিড উইকেটে ব্রাইডন কার্সের হাতে ক‍্যাচ দিয়ে ফেরেন।



নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন গ্রিন। নিলামের টেবিলেও তাকে নিতে রীতিমতো যুদ্ধ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। শেষ পর্যন্ত রেকর্ড দামে এই অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা।

গ্রিনকে দলে নিতে চড়া দাম দিতে হলেও খুশি কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেন, 'গ্রিনকে পেয়ে আমরা খুশি। খুব ভালো লাগছে। আমাদের পরিকল্পনায় গ্রিন ছিল। তাকে পাওয়ার আশাও ছিল। তবে গ্রিনকে যে দামে পেয়েছি, তাতে আমরা খুশি। অনেক সময় দাম অনেক বেড়ে যায়। তেমন হলে হয়তো অন্য রকম ভাবতে হতো। সত্যি বলতে আমরা গ্রিনকে নিতে আগ্রহী ছিলাম ঠিকই, তবে মরিয়া ছিলাম না। গ্রিনকে পাওয়ায় আমাদের দল নিঃসন্দেহে শক্তিশালী হবে।’।

গ্রিনকে নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে ভেঙ্কি বলেন, ‘বিশেষ করে আমাদের নতুন পাওয়ার কোচ আন্দ্রে রাসেল এক জন তরুণ অলরাউন্ডারকে নিয়ে কাজ করার সুযোগ পাবেন। তা ছাড়া গ্রিন ব্যাট এবং বল হাতে কী করতে পারে, তা আমরা জানি। আইপিএল খেলার অভিজ্ঞতাও রয়েছে। সব মিলিয়ে আমরা গ্রিনকে পেয়ে খুশি।’

নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপি দাম উঠলেও গ্রিন ৭ কোটি ২০ লাখ রুপি কম পাবেন। এবারের নিলামের আগে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিচিত্র এক নিয়ম করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। যেখানে বলা হয়েছে দর কষাকষি শেষে কোনো বিদেশি খেলোয়াড়কে ১৮ কোটি রুপির বেশি দিতে পারবে না তার ফ্র্যাঞ্চাইজি। তবে এর চেয়ে বেশি দামে কেনা হলে বাকি রুপি খরচ করা হবে ক্রিকেটারদের উন্নতিতে। অর্থাৎ, নিলামে গ্রিনের দাম যাই উঠুক, তিনি নিয়ম অনুসারে ১৮ কোটি রুপিই পাবেন। অস্ট্রেলিয়ান এই ২৬ বছর বয়সী তারকার নিলামে পাওয়া বাকি ৭ কোটি ২০ লাখ রুপি জমা হবে বিসিসিআইয়ের খেলোয়াড় কল্যাণ তহবিলে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খুশির খবরে মুস্তাফিজ ‘ট্রিট’ দিবেন কি না সংশয়ে শান্ত Dec 17, 2025
img
কয়েক সপ্তাহে দেশে রাজনৈতিক আবহাওয়া বদলেছে দ্রুত : জিল্লুর রহমান Dec 17, 2025
img
এআই ছবিতে গতি বাড়াল ওপেনএআই এর নতুন মডেল ‘জিপিটি ইমেজ ১.৫’ Dec 17, 2025
img
নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার Dec 17, 2025
img
ডিজিটালাইজেশনের কারণে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে: আসিফ নজরুল Dec 17, 2025
img
আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’ মুক্তি পাচ্ছে তিন ভাষায় Dec 17, 2025
img
ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন মোদি Dec 17, 2025
img
‘বর্ডার ২’ তে বরুণ থেকে দিলজিৎ, পাচ্ছেন কত পারিশ্রমিক? Dec 17, 2025
img
এক লাফে বেড়েছে জ্বালানি তেলের দাম Dec 17, 2025
img
ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে ইনুর আবেদন Dec 17, 2025
img
উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী Dec 17, 2025
img
‘দঙ্গল’কে ছাপিয়ে গেল ‘ধুরন্ধর’! Dec 17, 2025
img
১৫ বছর পর ফের একসঙ্গে কমেডি মুভিতে অক্ষয় ও আনীস Dec 17, 2025
img
শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল: প্রধান উপদেষ্টা Dec 17, 2025
img
রজনীকান্তের 'জেলার-২' তে যুক্ত হচ্ছে নোরা ফাতেহি Dec 17, 2025
img
৩০ বছরের মধ্যে সর্বোচ্চ সুদের হার বাড়ছে জাপানে Dec 17, 2025
img
বাস্তবেও ‘ভানু’র মতো একতরফা প্রেম অভিনেতা রোনাকের Dec 17, 2025
img
আইপিএল নিলাম শেষে ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল Dec 17, 2025
যে ইবাদত শীতকালে করা যায় | ইসলামিক টিপস Dec 17, 2025
নোরা ফাতেহির নাচে মাতাল কণার ‘মেহেন্দি’ Dec 17, 2025