আইপিএল নিলাম শেষে ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল

দুই মাসেরও বেশি সময় ধরে চলবে আইপিএলের ১৯তম আসর। আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সম্ভাব্য সূচি। ১০টি ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে তাদের দল চূড়ান্ত করে ফেলেছে। গতকাল (মঙ্গলবার) আবুধাবিতে ৩৬৯ ক্রিকেটারের মধ্যে থেকে ৭৭ জন দল পেয়েছেন। পূর্ণাঙ্গ হয়েছে প্রতি দলের ২৫ জনের কোটা।

সবচেয়ে বেশি ১৩ জন খেলোয়াড় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তাদের দলেই নিলামের শীর্ষ দুই দামী খেলোয়াড় ক্যামেরন গ্রিন ও মাথিশা পাথিরানা। একমাত্র বাংলাদেশি হিসেবে এই দলে মুস্তাফিজুর রহমান। ১০ দল তাদের ক্রিকেটারদের নিয়ে এবার কৌশল সাজাতে ব্যস্ত থাকবে। এক নজরে দেখে নেওয়া যাক আগামী আইপিএলে ২৫০ ক্রিকেটারের কে কোন দলে-

কলকাতা নাইট রাইডার্স
ধরে রাখা ক্রিকেটার- আজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানীশ পাণ্ডে, রমনদীপ সিং, রিংকু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।
নিলাম থেকে পাওয়া: ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, আকাশ দীপ, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, তেজস্বী সিং দাহিয়া, কার্তিক ত্যাগী, রাহুল ত্রিপাঠী, প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন ও দক্ষ কামরা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ধরে রাখা ক্রিকেটার- রজত পতিদার (অধিনায়ক, ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, টিম ডেভিড, জিতেশ শর্মা, ক্রুণাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, সুযাশ শর্মা, যশ দয়াল, রসিখ সালাম, অভিনন্দন সিং, স্বপ্নিল সিং, জ্যাকব বেথেল ও নুয়ান থুশারা।
নিলাম থেকে পাওয়া: ভেংকটেশ আইয়ার, মঙ্গেশ যাদব, জ্যাকব ডাফি, জর্ডান কক্স, কনিষ্কা চৌহান, বিহান মালহোত্রা, ভিকি ওসতোয়াল, সাত্বিক দেশওয়াল।

চেন্নাই সুপার কিংস
ধরে রাখা ক্রিকেটার- মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রে, সাঞ্জু স্যামসন (নিলামের আগে ট্রেডে নেওয়া), শিবম দুবে, ডেভাল্ড ব্রেভিস, নুর আহমেদ, অংশুল কম্বোজ, নাথান এলিস, খলিল আহমেদ, উর্বিল প্যাটেল, গুরজপনীত সিং, মুকেশ চৌধরী, রামকৃষ্ণ ঘোষ, শ্রেয়াস গোপাল ও জেমি ওভারটন।
নিলাম থেকে পাওয়া: কার্তিক শর্মা, প্রশান্ত বীর, রাহুল চাহার, আকিল হোসেন, ম্যাট হেনরি, ম্যাথু শর্ট, জ্যাক ফোকস, সরফরাজ খান, আমান খান।

মুম্বাই ইন্ডিয়ান্স
ধরে রাখা ক্রিকেটার- হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর (নিলামের আগে ট্রেডে নেওয়া), শেরফানে রাদারফোর্ড (নিলামের আগে ট্রেডে নেওয়া), মায়াঙ্ক মারকান্ডে (নিলামের আগে ট্রেডে নেওয়া), আল্লা গজনফর, অশ্বনী কুমার, কর্বিন বশ, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, মিচেল স্যান্টনার, নমন ধীর, রঘু শর্মা, রোহিত শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ট্রেন্ট বোল্ট ও উইল জ্যাকস।
নিলাম থেকে পাওয়া: কুইন্টন ডি কক, অথর্ব আনকোলেকার, দানিশ মালেওয়ার, মায়াঙ্ক রাওয়াত, মোহাম্মদ ইজহার।

সানরাইজার্স হায়দরাবাদ
ধরে রাখা ক্রিকেটার- প্যাট কামিন্স, অভিষেক শর্মা, অনিকেত বর্মা, ব্রাইডন কার্স, ইশান মালিঙ্গা, হর্ষ দুবে, হার্শাল পাটেল, আইনরিখ ক্লাসেন, ঈশান কিষান, জয়দেব উনারকাট, কামিন্দু মেন্ডিস, নিতিশ কুমার রেড্ডি, আর স্মরণ, ট্রাভিস হেড ও জিশান আনসারি।
নিলাম থেকে পাওয়া: লিয়াম লিভিংস্টোন, জ্যাক এডওয়ার্ডস, সলিল অরোরা, শিবম মাভি, অমিত কুমার, ওঙ্কার তারমালে, ক্রাইনস ফুলেতরা, প্রফুল হিঞ্জ, শিবাং কুমার, সাকিব হুসেইন।

রাজস্থান রয়্যালস
ধরে রাখা ক্রিকেটার- বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, স্যাম কারান (নিলামের আগে ট্রেডে নেওয়া), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, ডোনোভান ফেরেইরা, রবীন্দ্র জাদেজা (নিলামের আগে ট্রেডে নেওয়া), জোফরা আর্চার, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, কেনা মাফাকা, লুয়ান দ্রে প্রিটোরিয়াস, নান্দ্রে বার্গার, শুভম দুবে ও যুদ্ধবীর চরক।
নিলাম থেকে পাওয়া: রবি বিষ্ণয়, অ্যাডাম মিলনে, রবি সিং, সুশান্ত মিশ্র, কুলদীপ সেন, আমন রাও, ব্রিজেশ শর্মা, ভিগনেশ পুতুর, যশ রাজ পুঞ্জ।

গুজরাট টাইটান্স
ধরে রাখা ক্রিকেটার- শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, রাহুল তেওতিয়া, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, অনুজ রাওয়াত, গুরনুর সিংহ ব্রার, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, কুমার কুশাগ্র, মানব সুথার, আরশাদ খান ও নিশান্ত সিন্ধু।
নিলাম থেকে পাওয়া: জ্যাসন হোল্ডার, টম ব্যান্টন, অশোক শর্মা, লুক উড, পৃথ্বীরাজ ইয়ারা।

পাঞ্জাব কিংস
ধরে রাখা ক্রিকেটার- শ্রেয়াস আইয়ার, আর্শদীপ সিং, আজমতুল্লা ওমরজাই, হারনুর পান্নু, হারপ্রীত ব্রার, লকি ফার্গুসন, মার্কো জানসেন, মার্কাস স্টোয়নিস, মিচেল ওয়েন, মুশির খান, নেহাল ওয়াধেরা, প্রভসিমরান সিং, প্রিয়াংশ আর্য, পি অবিনাশ, শশাঙ্ক সিং, সূর্যাংশ শেরগে, বিষ্ণু বিনোদ, বিজয়কুমার বৈশাখ, জাভিয়ার বার্টলেট, যশ ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল।
নিলাম থেকে পাওয়া: বেন ডোয়ারশুইস, কুপার কনোলি, প্রাভিন দুবে, বিশাল নিশাদ।

দিল্লি ক্যাপিটালস
ধরে রাখা ক্রিকেটার- অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, অভিষেক পোড়েল, নিতিশ রানা, করুণ নায়ার, সামির রিজ়ভি, ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, টি নটরাজন, অজয় মণ্ডল, মাধব তিওয়ারি, ত্রিুপূর্ণ বিজয় ও দুষ্মন্ত চামিরা।
নিলাম থেকে পাওয়া: আকিব দার, পাথুম নিশাঙ্কা, কাইল জেমিসন, ডেভিড মিলার, বেন ডাকেট, লুঙ্গি এনগিডি, পৃথ্বী শ, সাহিল পারিখ।

লখনউ সুপার জায়ান্টস
ধরে রাখা ক্রিকেটার- ঋশাভ পান্ত, আব্দুল সামাদ, এডেন মারক্রাম, আকাশ সিং, অর্জুন টেন্ডুলকার (নিলামের আগে ট্রেডে নেওয়া), আর্শিন কুলকার্নি, আবেশ খান, আয়ুষ বাদোনি, দিগ্বেশ রাঠী, হিম্মত সিং, এম সিদ্ধার্থ, ম্যাথু ব্রিজকে, মায়াঙ্ক যাদব, মোহাম্মদ শামি (নিলামের আগে ট্রেডে নেওয়া), মিচেল মার্শ, মহসিন খান, নিকোলাস পুরান, প্রিন্স যাদব ও শাহবাজ আহমেদ।
নিলাম থেকে পাওয়া: জশ ইংলিস, মুকুল চৌধুরী, আনরিখ নর্কিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নমন তিওয়ারি, অক্ষত রঘুবংশী।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত Dec 17, 2025
img
’৭১ ও ’২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক : দুদু Dec 17, 2025
img
ছেঁড়া বা নষ্ট নোট নিতে অনীহা দেখালেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক Dec 17, 2025
img
আজ নন্দিত অভিনেত্রী শাবনূরের জন্মদিন Dec 17, 2025
img
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Dec 17, 2025
img
খুশির খবরে মুস্তাফিজ ‘ট্রিট’ দিবেন কি না সংশয়ে শান্ত Dec 17, 2025
img
কয়েক সপ্তাহে দেশে রাজনৈতিক আবহাওয়া বদলেছে দ্রুত : জিল্লুর রহমান Dec 17, 2025
img
এআই ছবিতে গতি বাড়াল ওপেনএআই এর নতুন মডেল ‘জিপিটি ইমেজ ১.৫’ Dec 17, 2025
img
নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার Dec 17, 2025
img
ডিজিটালাইজেশনের কারণে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে: আসিফ নজরুল Dec 17, 2025
img
আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’ মুক্তি পাচ্ছে তিন ভাষায় Dec 17, 2025
img
ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন মোদি Dec 17, 2025
img
‘বর্ডার ২’ তে বরুণ থেকে দিলজিৎ, পাচ্ছেন কত পারিশ্রমিক? Dec 17, 2025
img
এক লাফে বেড়েছে জ্বালানি তেলের দাম Dec 17, 2025
img
ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে ইনুর আবেদন Dec 17, 2025
img
উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী Dec 17, 2025
img
‘দঙ্গল’কে ছাপিয়ে গেল ‘ধুরন্ধর’! Dec 17, 2025
img
১৫ বছর পর ফের একসঙ্গে কমেডি মুভিতে অক্ষয় ও আনীস Dec 17, 2025
img
শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল: প্রধান উপদেষ্টা Dec 17, 2025
img
রজনীকান্তের 'জেলার-২' তে যুক্ত হচ্ছে নোরা ফাতেহি Dec 17, 2025