পূর্ব আফ্রিকার স্থলবেষ্টিত দেশ ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আদ্দিস আবাবায় এক বিশেষ অনুষ্ঠানে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী তার হাতে এই সম্মাননা তুলে দেন। দুই দেশের অংশীদারত্ব জোরদারে অবদান ও বৈশ্বিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আদ্দিস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়, ভারত-ইথিওপিয়া অংশীদারত্ব জোরদারে অসামান্য অবদান এবং বৈশ্বিক নেতৃত্বে তার ‘দূরদর্শী ভূমিকার’ স্বীকৃতি হিসেবেই মোদিকে এই সম্মান দেয়া হয়েছে।
ইথিওপিয়ার ইতিহাসে এই প্রথম কোনও রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করা হলো। সম্মাননা গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ পাওয়ায় তিনি গর্বিত। এই সম্মান তিনি ভারতের ১৪০ কোটি মানুষের প্রতি উৎসর্গ করছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ ইথিওপিয়া থেকে এই সম্মান গ্রহণ করা তার জন্য অত্যন্ত গৌরবের। তিনি গভীর বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে এই পুরস্কার গ্রহণ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ সময় তিনি প্রধানমন্ত্রী আবি আহমেদ ও ইথিওপিয়ার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি জাতীয় ঐক্য, টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অগ্রগতিতে আবি আহমেদের নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। জাতি গঠনে জ্ঞানের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী মোদি বলেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে ভারতীয় শিক্ষকদের ইথিওপিয়ার অগ্রগতি ও উন্নয়নে ভূমিকা রাখতে পারা গর্বের বিষয়।
এনডিটিভি বলছে, এই সম্মাননা মোদি সেই সব ভারতীয় ও ইথিওপীয় নাগরিকদের উৎসর্গ করেন, যারা যুগ যুগ ধরে দুই দেশের সম্পর্ক গড়ে তুলেছেন। একই সঙ্গে ১৪০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদি।
মূলত মোদিকে দেয়া এই পুরস্কার ভারত-ইথিওপিয়ার ঘনিষ্ঠ অংশীদারত্বে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং গ্লোবাল সাউথের ইতিবাচক সহযোগিতার পথ আরও সুদৃঢ় করবে বলে বিবৃতিতে দাবি করা হয়।
এসএস/এসএন