সম্প্রতি নতুন এক সিনেমার শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন বিদ্যা সিনহা মিম। এরপরই মালদ্বীপে উড়াল দেন। সেখানে দারুণ সময় কাটিয়ে ফেরেন দেশে। সব মিলিয়ে মিমের শেষটা দারুণ ব্যস্ততায় কাটছে।
এরইমধ্যে ওটিটি প্ল্যাটফর্ম চরকির সঙ্গে নতুন কাজের খবরের রেশ কাটতে না কাটতেই এবার একেবারেই ভিন্ন এক অভিজ্ঞতার কথা জানালেন তিনি—যা সিনেমা কিংবা নাটকের সেটের নয়, বরং ক্রিকেটের দুনিয়ায়।
গতকাল রাতে নিজের ফেসবুক পেজে পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার শোয়েব আখতারের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন মিম। সংক্ষিপ্ত ক্যাপশনে লেখেন, ‘আজকের ইভেন্ট’। ছবিগুলো ঘিরে মুহূর্তেই কৌতূহল তৈরি হয় ভক্তদের মধ্যে।
খোঁজ নিয়ে জানা যায়, এটি ছিল রিমার্ক হারল্যানের একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড লিলির অ্যাম্বাসাডর হিসেবে বিদ্যা সিনহা মিম সেখানে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানেই অতিথি হিসেবে যোগ দেন শোয়েব আখতার।
এ বিষয়ে মিম বলেন, ‘আমাদের ব্র্যান্ড লিলির পক্ষ থেকে শোয়েব আখতারের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করি। সে আয়োজনে আমিই তাকে স্বাক্ষর করাই। বলতে গেলে দারুণ অভিজ্ঞতা হলো।’
জানা গেছে, চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস-এর ‘মেন্টর’ হিসেবে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির রেকর্ডধারী এই পাকিস্তানি পেসার। সেই উপলক্ষেই ঢাকায় আসেন শোয়েব আখতার। গতকাল দলটির সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়, যেখানে ঢাকা ক্যাপিটালস আর রিমার্ক হারল্যানের মধ্যেও চুক্তি হয়।
সেখানে হারল্যানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিদ্যা সিনহা মিম। প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি নিজে স্পোর্টস পারসন নই, তবে ক্রিকেট ভালোবাসি। শোয়েব আখতার ক্রিকেট ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। দেখা হওয়ার পর তিনি বললেন, তিনি আমাকে আগে থেকেই চেনেন—শুনে সত্যিই অবাক হয়েছি। অনেকক্ষণ কথা হয়েছে। পরিবার, কাজ—সব নিয়েই গল্প হলো। পুরো অভিজ্ঞতাটাই ছিল দারুণ।’
ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এবারের সফরে শোয়েব আখতার দলের বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমে অংশ নেবেন। ভক্তদের সঙ্গে সাক্ষাৎ, বিশেষ ডিনারসহ একাধিক আয়োজনে তাকে দেখা যাবে। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা, লড়াকু মানসিকতা ও নেতৃত্বগুণ দলকে মাঠে ও মাঠের বাইরে আরও শক্তিশালী করবে বলে আশা ফ্র্যাঞ্চাইজিটির।’
অন্যদিকে, বিপিএল চলাকালে গ্যালারিতে ঢাকা ক্যাপিটালসের হয়ে উপস্থিত থাকবেন বিদ্যা সিনহা মিমও। তিনি বলেন, ‘বিপিএল মানেই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক উৎসব। সেই উৎসব আমি গ্যালারিতে বসেই উপভোগ করব, ঢাকা ক্যাপিটালসের হয়ে।’
আইকে/টিএ