বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সজল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে (৬২) গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দেওভোগ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আনোয়ার হোসেন সদর থানার দেওভোগ এলাকার বাসিন্দা।
তিনি শহর যুবলীগের সাধারণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দেওভোগ বাজার এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমকে/টিএ