পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেলে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। এরপর জনসমক্ষে কান্নায় ভেঙে পড়েন তিনি। ওই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রবি গুলাটি নামের ওই যুবক ২০১০ সালে বিয়ে করেছেন এবং ১৫ বছর ধরে বিবাহিত ছিলেন। তার দাবি, ২০০৮ সালে স্ত্রীকে পরকীয়া করতে ধরলেও সন্তানের জন্য ক্ষমা করে দেন। আবার সংসার শুরু করেন, স্ত্রীও প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসার ভাঙাবেন না। কিন্তু সম্প্রতি স্ত্রীর আচরণে সন্দেহ হয়। তিনি স্ত্রীর স্কুটিতে জিপিএস লাগিয়ে তার গতিবিধি অনুসরণ করেন। জানা যায়, স্ত্রী এক হোটেলে অন্য পুরুষের সঙ্গে গোপনে দেখা করতে গিয়েছিলেন। সেই মুহূর্তে রবি তাদের ধরে ফেলেন।
রবি জানান, স্ত্রী দাবি করেন তিনি আর সংসার করতে চান না এবং যাকে নিয়ে ছিলেন, তাকে ‘ভাই’ হিসেবে পরিচয় দিয়েছিলেন। ঘটনার পর রবি হোটেল থেকে বের হয়ে জনসমক্ষে কান্নায় ভেঙে পড়েন। এই দৃশ্যের ভিডিওটি সমাজমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে।
রবির বাবা পারভেজ গুলাটি বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল এবং এর আগেও স্ত্রীকে এমনকি অন্য পুরুষের সঙ্গে ধরা পড়ার ঘটনা ঘটেছিল, যা পারিবারিক সমঝোতার মাধ্যমে মিটমাট হয়েছিল। তবে নতুন করে একই পরিস্থিতি জানার পর তিনি দুঃখ প্রকাশ করেন।
সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা দীপিকা নারায়ণ ভরদ্বাজ রবিশ্রীর কান্নার ভিডিও এক্স (টুইটারের মতো) হ্যান্ডলে পোস্ট করেন, যা অনেকের নজর কেড়েছে। ভিডিও দেখার পর অনেকে মজার মন্তব্য করেছেন, আবার কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেছেন।
সূত্রঃ আনন্দবাজার
আইকে/টিএ