আইপিএল নিলাম

দল পাওয়া নিয়ে নাটকীয়তা, সুযোগ পেয়ে বললেন ‘নতুন জীবন পেলাম’

ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মের সুবাদে ২০২৪ সালে ভারত জাতীয় দলে ডাক পেয়েছিলেন সরফরাজ খান। ওই সময়ে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ডানহাতি এই ব্যাটার টেস্টের ১১ ইনিংসে তিন ফিফটি ও একটি সেঞ্চুরি করেন। এরপর বাদ পড়ে যেন ফেরার দরজাটাই বন্ধ হয়ে গেছে। একইভাবে ঘরোয়া টি-টোয়েন্টি রান করেও আইপিএলে প্রায় উপেক্ষিতই থাকেন সরফরাজ। এবারও বাদ যেতে যেতে নিলামে দল পেয়েছেন।


গতকাল (মঙ্গলবার) ২০২৬ আইপিএলের মিনি নিলামে সরফরাজ খানকে ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতেই নিয়েছে চেন্নাই সুপার কিংস। এর আগে প্রথমবার তার নাম নিলামে তোলা হলেও, কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

পরে এক্সিলারেটেড রাউন্ডে আবার তোলা হলে সরফরাজের জন্য বিড করে চেন্নাই। আর কেউ তাতে প্রতিদ্বন্দ্বিতা না করায় ভিত্তিমূল্যেই চেন্নাইতে ডানহাতি এই ব্যাটারের জায়গা হয়। অথচ চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে উড়ন্ত ফর্ম দেখাচ্ছেন সরফরাজ। ৬ ম্যাচে ৬৪ গড় এবং ১৮২.৮৫ স্ট্রাইকরেটে তিনি ২৫৬ রান করেছেন।

নিলামের কয়েক ঘণ্টা আগেও ভারতের অন্যতম জনপ্রিয় এই ঘরোয়া লিগে ২২ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ২৮ বছর বয়সী এই ব্যাটার। ধারাবাহিক ফর্মে থাকা সত্ত্বেও নিলামে দল পেতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে সরফরাজকে। তিন বছর পর তিনি আইপিএলে ফিরছেন, সর্বশেষ ২০২২ আসরে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আইপিএলে দল পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন সরফরাজ। যাকে তিনি তুলনা করেছেন নতুন জীবন পাওয়ার সঙ্গে।

আবারও জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেওয়ায় চেন্নাইকে ধন্যবাদ জানিয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে সরফরাজ লিখেছেন, ‘আমাকে নতুন জীবন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, সিএসকে।’ তাকে স্বাগত জানিয়ে পোস্ট করেছে চেন্নাই–ও। এর আগে সরফরাজ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও দিল্লির হয়ে খেলেছেন। প্রথমবার যুক্ত হলেন মহেন্দ্র সিং ধোনির দলে।

গতকাল নিলামের টেবিলে অবশ্য চেন্নাই ঝড় তুলেছে আনক্যাপড বা অনভিষিক্ত ক্রিকেটারদের নিয়ে। আইপিএলের ইতিহাসে তারা সর্বোচ্চ ১৪ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছে কার্তিক শর্মা ও প্রশান্ত বীরকে। নিলামের আগে আইপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি আলোচনায় আসে নিজেদের দীর্ঘ সময়ের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিয়ে। তার সঙ্গে স্যাম কারানকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে সঞ্জু স্যামসনকে নেয় চেন্নাই।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
২০২৬ ফুটবল বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা ফিফার Dec 17, 2025
img
নিজের বিকৃত ছবি ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ শ্রীলীলা Dec 17, 2025
img
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার Dec 17, 2025
img
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং Dec 17, 2025
img
ইমরান খানের সঙ্গে দেখা করতে জানুয়ারিতে পাকিস্তানে ফেরার পরিকল্পনা দুই ছেলের Dec 17, 2025
img
পৃথক স্মরণসভা নিয়ে এবার মুখ খুললেন দেওল ঘনিষ্ঠ মনোজ দেশাই Dec 17, 2025
img
শিল্পা শেঠির রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ম্যানেজার Dec 17, 2025
img
চব্বিশের ডামি প্রার্থীরা যেন ভোটে অংশ নিতে না পারেন: ইসিকে লিগ্যাল নোটিশ Dec 17, 2025
img
ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব Dec 17, 2025
img
কৃষকের ১১৭টি আমগাছ কেটে নিল দুর্বৃত্তরা Dec 17, 2025
img
বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা! Dec 17, 2025
img

আইপিএল নিলাম

দল পাওয়া নিয়ে নাটকীয়তা, সুযোগ পেয়ে বললেন ‘নতুন জীবন পেলাম’ Dec 17, 2025
img
প্রাক্তন স্ত্রীর কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন কুমার শানু Dec 17, 2025
img
‘রাজাকার’ বয়ানে হাসিনার পতন, আবারও এই ঘৃণা ছড়ানো হচ্ছে: হেফাজত Dec 17, 2025
img
নিজের বিচার সরাসরি সম্প্রচারের দাবি ইনুর Dec 17, 2025
img
আমার গানের গলার ক্রেডিট শাবনূরকেই দিতে চাই : কনকচাঁপা Dec 17, 2025
img
মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান Dec 17, 2025
img
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ালেন পাকিস্তানের প্রধান কোচ Dec 17, 2025
img
দেশ-বিদেশ ঘুরতে প্রস্তুত বাঁধনের থ্রিলার ঘরানার সিনেমা ‘মাস্টার’ Dec 17, 2025
দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর উদ্বোধন Dec 17, 2025