বুধবার (১৭ই ডিসেম্বর) ভোররাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে (ইস্টার্ন প্রভিন্স) ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম) এই তথ্য নিশ্চিত করেছে।
এনসিএম-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ২টা ১১ মিনিটে সংঘটিত হয় এবং এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার।
সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সিসমিক নেটওয়ার্ক স্পষ্ট করেছে যে, এই ভূমিকম্পের কোনো প্রভাব আমিরাতে পড়েনি এবং আমিরাতের বাসিন্দারা কোনো ধরণের কম্পন অনুভব করেননি।
এর আগে চলতি বছরের এপ্রিলে আরব সাগরে সৌদি আরবের সীমান্তের কাছে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যা আমিরাত ও সৌদি উভয় দেশেই শনাক্ত করা হয়েছিল। অ্যারাবিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট চাপের কারণে ওই অঞ্চলে প্রায়ই ভূকম্পন সৃষ্টি হয়।
সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশগুলোতেও বেশ কয়েকবার ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গত ৪ নভেম্বর মুসান্দামের দক্ষিণে ৪.৬ মাত্রার ভূমিকম্প হয়, যার কম্পন আমিরাতে অনুভূত হয়েছিল।
এছাড়া ১ ডিসেম্বর বাহরাইনে ৩.৩ মাত্রা এবং ২২ নভেম্বর ইরাকে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তবে এগুলোর কোনো প্রভাব আমিরাতে পড়েনি। এর আগে আগস্ট মাসে ওমানের মাধাতে ২.২ মাত্রা এবং ফুজাইরার সাফাদ এলাকায় ৩.৩ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছিল।
এনসিএম-এর বিশেষজ্ঞদের মতে, সংযুক্ত আরব আমিরাত প্রধান ভূমিকম্প অঞ্চলের মধ্যে অবস্থিত না থাকলেও জাগ্রোস পর্বতমালার কাছাকাছি অবস্থানের কারণে মাঝে মাঝে এখানে মৃদু কম্পন অনুভূত হয়। ইরান ও ইরাক জুড়ে বিস্তৃত এই পর্বতমালা বিশ্বের অন্যতম সক্রিয় সিসমিক অঞ্চল।
সূত্র: খালিজ টাইমস
আইকে/টিএ