টাইব্রেকারে ফ্লামেঙ্গোকে ২-১ গোলে হারিয়ে গ্লোবাল চ্যাম্পিয়ন পিএসজি

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের ২৪ ঘণ্টা পর মাঠে নেমে টাইব্রেকারে উড়িয়ে মারলেন উসমান দেম্বেলে। কিন্তু তার ও দলের হতাশা মুহূর্তেই মুছে দিলেন একজন, মাতভেই সাফানভ। অবিশ্বাস্য দৃঢ়তায় টাইব্রেকারে একে একে চারটি শট ঠেকিয়ে দিলেন এই রুশ গোলরক্ষক। ফ্লামেঙ্গোর স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি। 

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বুধবার রাতে শিরোপা জয়ের ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর, টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতেছে লুইস এনরিকের দল।

পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা এবং আক্রমণ আধিপত্য করা পিএসজি খাভিচা কাভারাৎসখেলিয়ার গোলে এগিয়ে যায়।বিরতির পর ঘুরে দাঁড়িয়ে জর্জিনিয়োর সফল স্পট কিকে সমতায় ফেরে ব্রাজিলের ক্লাবটি।



এরপর অনেক চেষ্টা করেও আরেক গোলের দেখা আর পায়নি পিএসজি; নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও সমতা ধরে রেখে ম্যাচ টাইব্রেকারে টেনে নেয় সপ্তাহ দুয়েক আগে চার দিনের ব্যবধানে কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান সেরি আ জয়ী দলটি। এরপর শুরু পেনাল্টি শুট আউটের রোমাঞ্চ।

নিজেদের প্রথম শটে দুই দলই গোল পায়। এরপরই সাউল নিগেসের শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন সাফানভ। এবং এরপর ফ্ল্যামেঙ্গোর আর কেউ তাকে পরাস্ত করতে পারেনি।

যদিও এগিয়ে যাওয়ার ওই সুযোগ কাজে লাগাতে পারেননি দেম্বেলে, উড়িয়ে মারেন তিনি। ফ্ল্যামেঙ্গোর দ্বিতীয় শুটার পেদ্রোর প্রচেষ্টাও সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে আটকে দেন। এরপর নুনো মেন্দেস সফল হলে ২-১ এ এগিয়ে যায়।

পিএসজির তৃতীয় শট নেওয়া ব্র্যাডলি বার্কোলার প্রচেষ্টা ঠেকিয়ে অবশ্য উত্তেজনা জাগান ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক। তবে, সাফানভের বিশ্বস্ত গ্লাভসে পিএসজির সব চিন্তা দূর হয়ে যায়। লিও পেরেইরার সোজাসুজি শট রুখে দেওয়ার পর, সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে লুইস আরাউহোর শট ঠেকিয়ে দেওয়া মাত্র শিরোপা জয়ের উৎসব শুরু হয়ে যায় পিএসজির।

মূল ম্যাচে প্রথম মিনিট থেকে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে পিএসজি। নবম মিনিটে ফাঁকা পোস্ট পেয়ে দূর থেকে শটে বল জালেও পাঠান ফাবিয়ান রুইস; কিন্তু তার আগ মুহূর্তেই বল বাইলাইন পার হয়ে যাওয়ায় ভিএআরের সাহায্যে কর্নার দেন রেফারি।

পজেশন ও আক্রমণে আধিপত্য ধরে রেখে প্রথমার্ধের শেষ দিকে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় পিএসজি। ডান দিক থেকে দিজিরে দুয়ের শট ঝাঁপিয়ে আটকালেও, গোলমুখে ছুটে যাওয়া কাভারাৎসখেলিয়ার পায়ে বল যাওয়া ঠেকাতে পারেননি গোলরক্ষক। প্রথম ছোঁয়ায় শটে অনায়াসে দলকে এগিয়ে নেন জর্জিয়ান ফরোয়ার্ড।

৫৯তম মিনিটে ডি-বক্সে দে আরাসকায়েতাকে পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস ফাউল করলে পেনাল্টি পায় ফ্লামেঙ্গো। ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন ইতালিয়ান ডিফেন্সিভ-মিডফিল্ডার জর্জিনিয়ো।

অসুস্থতার কারণে দলের গত দু ম্যাচে খেলতে পারেননি এবারের ব্যালন দ’র ও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী দেম্বেলে। ৭৮তম মিনিটে দুয়েকে তুলে তাকেই বদলি নামান পিএসজি কোচ।

মাঠে নামার পরপরই একটি হাফ-চান্স পান মঙ্গলবার ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ অ্যাওয়ার্ড পাওয়া দেম্বেলে। কিন্তু তার শট রক্ষণে প্রতিহত হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিটেও তিনি পারেননি অসাধারণ কিছু করতে।

টাইব্রেকারেও তাকে ঘিরে ধরেছিল একরাশ হতাশা। তবে সাফানভের দুর্দান্ত পারফরম্যান্সে দেম্বেলেকে বেশিক্ষণ মন খারাপ করে থাকতে হয়নি।

জানুয়ারিতে চলতি বছরে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল পিএসজি, উঁচিয়ে ধরেছিল ফরাসি সুপার কাপ। এরপর বছরের মাঝামাঝি এসে ফরাসি কাপ, লিগ আঁ ও প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল জয়ের কীর্তি গড়ে প্যারিসের দলটি।

সাফল্যে রাঙা বছরের শেষটাও তারা করল আরেকটি ট্রফি জয়ের আনন্দে, বিশ্বের সেরা ক্লাবের মর্যাদায়।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী অনুসন্ধান কমিটি পাচ্ছে ২ জন অস্ত্রধারী পুলিশ Dec 18, 2025
img
ভিড়ের মাঝে পোশাক নিয়ে অস্বস্তিতে অভিনেত্রী নিধি! Dec 18, 2025
img
সানি ববির অনুষ্ঠানে হেমার অনুপস্থিতি, কি ঘটেছে দেওল পরিবারে! Dec 18, 2025
img
ইসির কাছে নিরাপত্তা চাইলেন এমপি প্রার্থী সিগমা-ফুয়াদ Dec 18, 2025
img
মেসির ভিডিওতে নিজেকে দেখে ধন্যবাদ জানালেন কারিনা Dec 18, 2025
img
'ডেথ সেলে' ইমরান খান, দুই ছেলের উদ্বেগ প্রকাশ Dec 18, 2025
img
জাতির উদ্দেশ্যে ভাষণে নিজ সরকারের ব্যাপক প্রশংসা করলেন ট্রাম্প Dec 18, 2025
img
মনোনীত প্রার্থীদের সাথে আজ ফের বিএনপির বৈঠক Dec 18, 2025
img
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং দুপুর সাড়ে ১২টায় Dec 18, 2025
img
বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব Dec 18, 2025
img
ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা এফবিআই উপপ্রধানের Dec 18, 2025
img
ভারতীয় হাইকমিশনারকে বের করে দেওয়া উচিত ছিল: হাসনাত Dec 18, 2025
img
৫ দিনের শেষের দিকে কমবে তাপমাত্রা Dec 18, 2025
img
অনন্যার কাছ থেকে ‘জেন জি’ ভাষা শিখলেন অমিতাভ Dec 18, 2025
img
নাম-খ্যাতি বাড়লেও সংযম হারানো যাবে না: রঞ্জিত মল্লিক Dec 18, 2025
img
উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় অবস্থান করছেন আসিফ-মাহফুজ Dec 18, 2025
img
সাংবাদিক আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দিন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল Dec 18, 2025
img
রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ১২ ফান্ড তদন্তে বিএসইসির ৬ কমিটি Dec 18, 2025
img
ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ, দাবি করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহকারী Dec 18, 2025
img
নতুন চুক্তি করে মায়ামিতেই থাকছেন সুয়ারেজ Dec 18, 2025