পাঞ্জাবের মোহালিতে সোমবার (১৫ ডিসেম্বর) একটি কাবাডি টুর্নামেন্টের সময় প্রকাশ্যে কাবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রানা বালাচৌরিয়া খেলোয়াড় হিসেবে স্থানীয় ও দৃষ্টান্তমূলক পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে দুই থেকে তিনজন দুষ্কৃতকারী টুর্নামেন্টের মাঠে এসে সেলফি তোলার ছলে রানার কাছে গিয়েছিল। এরপরই তারা রানাকে লক্ষ্য করে চার থেকে পাঁচটি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় রানা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।দ্রুত তাকে মোহালির ফর্টিস হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
মোহালি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো হত্যার কারণ নিশ্চিত নয়। তবে বামবিহা গ্যাং এই হত্যার দায় স্বীকার করেছে।
এই নির্মম ঘটনায় ক্রীড়া ও স্থানীয় সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের তদন্ত চালু রয়েছে এবং দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেওয়া হয়েছে।
এমআর