এশিয়ার বিভিন্ন দেশের কাছে ক্ষমা চেয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

এশিয়ার বিভিন্ন দেশের কাছে ক্ষমা চেয়েছেন ইউরোপের দেশ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো। দেশটির পার্লামেন্টের কট্টর ডানপন্থী সদস্যদের পোস্ট করা অবমাননাকর কিছু ছবি ঘিরে ক্রমবর্ধমান বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা হিসেবে এই ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিনিশ গণমাধ্যমে ‘বাঁকা চোখ’ কেলেঙ্কারি নামে পরিচিত এই ঘটনা সাম্প্রতিক সময়ের একাধিক ঘটনার সর্বশেষ উদাহরণ। এসব ঘটনায় ক্ষমতাসীন জোটের জুনিয়র অংশীদার ফিনস পার্টির সদস্যদের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করা কিংবা এমন পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে।
ব্যবসাবান্ধব ন্যাশনাল কোয়ালিশন পার্টির প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো ফিনস পার্টিসহ চারদলীয় জোট সরকার পরিচালনা করছেন। এক বিবৃতিতে তিনি এশীয় দেশগুলোর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেছেন।

চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় ফিনিশ দূতাবাসগুলোর প্রকাশিত বিবৃতিতে অরপো বলেন, এসব পোস্ট ফিনল্যান্ডের সমতা ও অন্তর্ভুক্তির মূল্যবোধের প্রতিফলন নয়।

তিনি বলেন, ফিনল্যান্ডে এবং বিদেশে সব বন্ধুদের প্রতি আমাদের বার্তা হলো—সরকার বর্ণবাদকে গুরুত্বের সঙ্গে দেখে এবং এই সমস্যার বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই বিতর্কের সূত্রপাত হয় চলতি মাসের শুরুর দিকে। মিস ফিনল্যান্ড খেতাবধারী এক নারীর বন্ধুর সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তাকে চোখ টেনে ‘বাঁকা চোখ’ ভঙ্গি করতে দেখা যায়। পোস্টটির ক্যাপশন ছিল, একজন চীনা মানুষের সঙ্গে খাচ্ছি।

সারা জাফসে নামের ওই নারী পরে ক্ষমা চেয়ে বলেন, কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না। তবে তা সত্ত্বেও তার মুকুট কেড়ে নেওয়া হয়।

এরপর ফিনস পার্টির দুজন ফিনিশ সংসদ সদস্য এবং একজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নিজেদের চোখ টেনে একই ধরনের ছবি পোস্ট করেন।

দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা ফিনএয়ারের ব্যবসার বড় অংশ দীর্ঘপথের ফ্লাইটের ওপর নির্ভরশীল। সংস্থাটি বলেছে, বহুল আলোচিত এসব ছবি এশীয় বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

রয়টার্সকে ফিনস পার্টির এক মুখপাত্র বলেন, বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠকে দলটি ওই বিষয় নিয়ে আলোচনা করবে। দেশটির সংসদ সদস্য জুহো এরোলা রয়টার্সকে বলেন, তিনি পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন এবং এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

মিস ফিনল্যান্ডের আয়োজক সংস্থা এক বিবৃতিতে বলেছে, তারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়; তবে নিজেদের মূল্যবোধ ও নীতির আলোকে সিদ্ধান্ত নিয়েছে। জাফসে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

এর আগে, ২০২৩ সালে ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই ফিনস পার্টির কয়েকজন মন্ত্রীর বর্ণবাদী অনলাইন পোস্ট ও বক্তব্যের কারণে অরপোর সরকার অনাস্থা ভোটের মুখে পড়েছিল।

সূত্র: রয়টার্স।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত Dec 18, 2025
img
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিটমূল্য প্রকাশ Dec 18, 2025
img
যারা আমার বোনের জীবন তছনছ করে দিয়েছে, তাদের জীবন শান্তিতে থাকতে দেব না: তারেক রেজা Dec 18, 2025
img
'হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে' Dec 18, 2025
img
বাংলা একাডেমির নাট্যজন পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান Dec 18, 2025
img
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ নিয়ে হলিউডসহ বিশ্বজুড়ে উন্মাদনা তুঙ্গে Dec 18, 2025
img
নির্বাচন করার সাহস পেলেন কীভাবে, জানালেন আসিফ মাহমুদ Dec 18, 2025
img
মেসির ভারত সফরে টাকা উড়েছে : ছবি তুলতে ১০ লাখ, বিশেষ সাক্ষাতে ১ কোটি! Dec 18, 2025
img
শাকিবকে টেক্কা দিতে এবার আসছে সিয়াম Dec 18, 2025
img
৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন দুই কিউই ওপেনার Dec 18, 2025
img
বড়দিনের আগেই সেনাসদস্যরা পাবেন বোনাস চেক- ঘোষণা ট্রাম্পের Dec 18, 2025
img
বাতাস অস্বাস্থ্যকর, বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ : বিশ্বব্যাংক Dec 18, 2025
img
‘আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু’ -সহযোদ্ধাকে জানিয়েছিলেন রুমী Dec 18, 2025
img
শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের Dec 18, 2025
img
২০২৯ সাল থেকে অস্কার সরাসরি সম্প্রচার করবে ইউটিউব Dec 18, 2025
img
পিঠখোলা গাউনে রেড কার্পেট মাতালেন অনন্যা Dec 18, 2025
img
ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মেঘনা আলম Dec 18, 2025
img
বাড়ছে মোবাইল-ইন্টারনেট, কমছে টেলিভিশনের দাপট Dec 18, 2025
img
শুটার ফয়সালকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন তার মা-বাবা Dec 18, 2025
img
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Dec 18, 2025