মেক্সিকো সিটির পার্লামেন্টে স্বচ্ছতা সংস্কার বিষয়ক এক উত্তপ্ত বিতর্ক চলাকালে আইনপ্রণেতাদের মধ্যে নজিরবিহীন হাতাহাতি ও চুলোচুলির ঘটনা ঘটেছে।
সোমবারের (১৫ই ডিসেম্বর) এই বিশৃঙ্খল পরিস্থিতির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নারী আইনপ্রণেতারা সংসদ কক্ষের সামনের সারিতে থাকা পোডিয়ামে নিজেদের অবস্থান নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে তাদের বাদানুবাদ উচ্চবাচ্য ও ধাক্কাধাক্কিতে রূপ নেয় এবং তারা একে অপরের চুল টেনে ধরেন। এ সময় উপস্থিত অন্য আইনপ্রণেতারা পরিস্থিতি শান্ত করার জন্য হস্তক্ষেপ করার চেষ্টা করেন।
মূলত মেক্সিকো সিটির স্বচ্ছতা তদারকি সংস্থার সংস্কার সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে আলোচনার সময় এই সংঘাতের সূত্রপাত হয়। ক্ষমতাসীন বামপন্থী মোরেনো পার্টির বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছিলেন ডানপন্থী ন্যাশনাল অ্যাকশন পার্টি বা প্যান এর প্রতিনিধিরা।
প্যান সদস্যরা পোডিয়াম দখল করে অবস্থান নিলে মোরেনো পার্টির সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, যা পরবর্তীতে সরাসরি শারীরিক সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনার পর উভয় রাজনৈতিক দলই আনুষ্ঠানিকভাবে সহিংসতার নিন্দা জানিয়েছে, তবে সংঘাতের সূত্রপাতের জন্য তারা একে অপরকে দায়ী করেছে।
এবি/টিকে