নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বিসিবি এই সিদ্ধান্ত নিতে পারে বলে আগেই জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল। তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে বলেছেন, 'উদ্বোধনী অনুষ্ঠান হয়তো আমরা করব না। হয়তো... কেননা দেশের সার্বিক পরিস্থিতি পাশাপাশি নিরাপত্তা একটা বড় ব্যাপার এখানে।

তিনি আরও যোগ করেন, 'আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা ভালো করে চালানো। তো আমরা সবদিকে মনোযোগ রাখছি। তবে এই মুহূর্তে আমরা ক্রিকেটটাকে বেশি গুরুত্ব দিচ্ছি।' অবশ্য এর খানিক বাদেই বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি হুবহু তুলে ধরা হলো-

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি-এর গভর্নিং কাউন্সিল টুর্নামেন্টের ১২তম আসরটিকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে আয়োজন করার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে সিলেটে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

প্রস্তুতি এগিয়ে চলার সাথে সাথে গভর্নিং কাউন্সিল খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিশিয়াল এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার দিকে পূর্ণ 
গণজমায়েত নিয়ে বাংলাদেশ সরকারের বর্তমান পরামর্শের সাথে সামঞ্জস্য রেখে এবং সংশ্লিষ্ট সকলের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে, বিপিএল গভর্নিং কাউন্সিল বড় ধরনের জনসমাগম হয় এমন কোনো প্রাক-টুর্নামেন্ট অনুষ্ঠান বা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে।'

এমন সময় বিসিবি'র পক্ষ থেকে সিদ্ধান্তটি এল, যখন দেশে নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন করে কিছু সংকট তৈরি হয়েছে। গণজমায়েতের নিরাপত্তাঝুঁকি বিবেচনায় রাজধানীতে একাধিক কনসার্ট বাতিল হয়েছে, অথচ এই সময়টায় প্রতিটি সপ্তাহান্তই মুখরিত থাকে নানান সঙ্গীত আয়োজনে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা আগমণকে ঘিরেও রাজনৈতিক কর্মসূচী রয়েছে। সব মিলিয়ে সময়টা উপযোগী নয় বলেই বিসিবি সরে এসেছে এই আয়োজন থেকে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এমনটাই।নিশ্চিত করাই এখন এই পরিকল্পনার মূল লক্ষ্য।

গণজমায়েত নিয়ে বাংলাদেশ সরকারের বর্তমান পরামর্শের সাথে সামঞ্জস্য রেখে এবং সংশ্লিষ্ট সকলের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে, বিপিএল গভর্নিং কাউন্সিল বড় ধরনের জনসমাগম হয় এমন কোনো প্রাক-টুর্নামেন্ট অনুষ্ঠান বা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ডিপজলের বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পায়নি’ সিআইডি Dec 18, 2025
img
অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন Dec 18, 2025
img
নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাসনিম জারার Dec 18, 2025
পাঁচ লাখ সেনা ও বিপুল সমরাস্ত্র হারিয়ে সংকটে ইউক্রেন: রাশিয়া Dec 18, 2025
শিক্ষক হিসেবে নবিজীর ৩টি গুণ | ইসলামিক জ্ঞান Dec 18, 2025
img
বিএনপি সরকারে এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সেলিমুজ্জামান Dec 18, 2025
img
সিঙ্গাপুরে ওসমান হাদির অস্ত্রোপচার করতে অনুমতি দিয়েছে পরিবার Dec 18, 2025
টকশোতে কটূক্তি নয়: টিভি চ্যানেলকে ইসির নির্দেশ Dec 18, 2025
টাইব্রেকারে ফ্লামেঙ্গোকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন পিএসজি Dec 18, 2025
প্রতিবাদী কণ্ঠই অপরাধ? সোশ্যাল পোস্টের জেরে আতঙ্কে চমক Dec 18, 2025
img
ভারতকে এমন শিক্ষা দিয়েছি, কোনোদিন ভুলবে না : শেহবাজ শরীফ Dec 18, 2025
img
মালদ্বীপ সফরে এবার ম্যাচিং লুকে মিম Dec 18, 2025
img

প্রধান বিচারপতি

সংবিধান পরিবর্তনকে হুমকি নয়, গণতান্ত্রিক সত্য হিসেবে গ্রহণ করতে হবে Dec 18, 2025
img
অমিতাভের প্রেমে পাগল রেখা কেন মুকেশকে বিয়ে করেছিলেন? Dec 18, 2025
img
মুক্তিযুদ্ধের পক্ষে থাকার শপথ করালেন ফজলুর রহমান Dec 18, 2025
img
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১ ও ২ এপ্রিল Dec 18, 2025
img
বিপিএলকে চ্যালেঞ্জ বলার কারণ জানেন না বুলবুল Dec 18, 2025
img
ফয়সালের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই: আসিফ নজরুল Dec 18, 2025
img
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত Dec 18, 2025
img
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিটমূল্য প্রকাশ Dec 18, 2025