ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন হলেন ব্রুনো ফের্নান্দেস। দলের প্রথম অধিনায়কও তিনি। তবুও, ভবিষ্যতে ঠিকানা বদলাতে হলে তিনি কোথায় যেতে চান? পর্তুগিজ মিডফিল্ডার জানালেন স্পেন অথবা ইতালিতে খেলার ইচ্ছার কথা।
ইউনাইটেডের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হবে ফের্নান্দেসের। গত গ্রীষ্মেই তাকে দলে নিতে লোভনীয় প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল, যা ফিরিয়ে দেন তিনি ও তার দল।
তবে চুক্তির মেয়াদ শেষের সময় যত কাছে আসছে, একটু একটু করে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শুরু হচ্ছে। পর্তুগিজ টিভি চ্যানেল ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের ভাবনা জানালেন ফের্নান্দেস।
“আমি সবসময় বলেছি যে, কোনো এক জায়গায় আমি ততদিন থাকতে পারি, যতদিন আমাকে সবাই সেখানে চাইবে। যখনই আমার মনে হবে, আমার গুরুত্ব আর শতভাগ নেই, তখন আমি ক্লাবের সঙ্গে কথা বলব এবং বলব যে, আমি চলে যেতে চাই।”
এখনও অবশ্য তেমন কিছু মনে হয়নি তার। আরও অনেকদিন চান ইউনাইটেডেই থাকতে। তবে সেই মুহূর্তে কী করবেন, সেটাও ভেবে রেখেছেন ফের্নান্দেস।
“সেক্ষেত্রে আমি স্প্যানিশ লিগে খেলতে চাইব, কারণ আমি কখনও স্পেনে খেলিনি। ইতালির একটি ক্লাবেও খেলতে চাইব, যে দল শিরোপা জয়ের মতো বড় লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করে, এর বিশেষ কারণ হলো ইতালিতে থাকা আমি খুব উপভোগ করেছিলাম।”
সিনিয়র ফুটবলে ক্যারিয়ারের শুরুর কয়েক বছরে ইতালিতেই খেলেছিলেন ফের্নান্দেস। নোভারায় এক বছর খেলে ২০১৩ সালে তিনি যোগ দেন উদিনেসেতে এবং এরপর সাম্পদোরিয়ায় এক বছর খেলে ফিরে যান স্বদেশে, নাম লেখান স্পোর্তিংয়ে।
সেখান থেকে ২০২০ সালের জানুয়ারিতে ছয় কোটি ৮০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩০৭ ম্যাচ খেলে ১০৩টি গোল করেছেন এই মিডফিল্ডার, সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৯৩টি। দলটির হয়ে একটি করে এফএ কাপ ও লিগ কাপ জিতেছেন ৩১ বছর বয়সী এই তারকা।
এবি/টিকে