'ডেথ সেলে' ইমরান খান, দুই ছেলের উদ্বেগ প্রকাশ

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জেলজীবনের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছেন ইমরান খান ও তার প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের দুই পুত্র কাসিম খান ও সুলাইমান খান। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক সাক্ষাৎকারে উঠে আসে বাবার সম্পর্কে তাদের নানা ভাবনার কথা।

কাসিম ও সুলাইমান  দু'জনের মুখেই শোনা যায় কারাগারের মানবেতর পরিবেশের কথা। জানান  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের যেসব কারা কক্ষে রাখা হয়, তেমনই এক আলো-বাতাসহীন 'ডেথ সেল'-এ রাখা হয়েছে ইমরানকে।

ইমরান খানের পুত্র কাসিম খান বলেন, 'কারাগারের পরিস্থিতি ভয়াবহ। শুধু খারাপ নয় ভয়াবহ'।

অন্যদিকে, ইমরান খানের আরেক পুত্র সুলাইমান খান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাবাকে যে কক্ষে রাখা হয়েছে, সেটাকে 'ডেথ সেল' বলা হয়। এর আগে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদেরও এমন ছোট সেলে রাখা হয়েছে, যেখানে বলতে গেলে কোনো আলোই নেই। মাঝে মাঝে বিদ্যুৎ সংযোগও কেটে দেয়া হয়।

ক্রমাগত সরকারের কঠোর অবস্থান দেখে ইমরানপুত্রদের শঙ্কা তারা হয়তো আর কখনও দেখতে পাবে না বাবাকে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ইমরান খানের সাথে তাদের সাক্ষাতের সুযোগ করে দেয়ার আশ্বাস দিলেও, এতে তেমন ভরসা করতে পারছেন না তারা।

এদিকে, 'ডেথ সেল'-এ ইমারান খানকে রাখার অভিযোগ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পরও নীরব ক্রিকেটাররা। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। ১৯৯২ সালে পাকিস্তানের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়কও। অথচ, তার এই বিপদের মুহূর্তে কথা বলার মতো পাশে নেই কোন ক্রিকেটার।

এবি/টিকে

কাসিম খান আরও বলেন, পরিস্থিতি ক্রমেই আরও খারাপের দিকে যাচ্ছে। ক্ষমতাসীনরা আগের চেয়ে আরও কঠোর অবস্থানে যাচ্ছে। ফলে এখান থেকে বেরিয়ে আসার পথ আরও কঠিন হচ্ছে। যাদের বাবার সঙ্গে যোগাযোগ আছে, তাদের সাথে কথা বললে প্রতিবারই তাদের কণ্ঠে আগের চেয়ে কম আত্মবিশ্বাস শোনা যায়। তাই এখন আমরা সত্যিই আশঙ্কা করছি— হয়তো আর কখনও তাকে দেখতে পাব না।

সুলাইমান খান জানান, মুক্তির বিনিময়ে কোনো রাজনৈতিক আপোসে যাবেন না ইমরান খান। তবে এখন কেবল আন্তর্জাতিক চাপকেই তার মুক্তির একমাত্র কার্যকর উপায় হিসেবে মনে করছেন তারা।

প্রায় আড়াই বছর ধরে কারাবন্দি পাকিস্তানের জনপ্রিয় এ রাজনৈতিক নেতা ও সাবেক ক্রিকেটার। ২০২৩ সালের মে মাসে দুর্নীতির অভিযোগ তুলে গ্রেফতার করা হয় তাকে। ব্যাপক আন্দোলনের মুখে সাময়িকভাবে মুক্তি দেয়া হলেও, ওই বছরের আগস্টে আবারও বন্দি হন তিনি।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিদায় বন্ধু শহীদ হাদি: পিনাকীর ফেসবুক পোস্ট Dec 18, 2025
img
ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক প্রকাশ Dec 18, 2025
img
হাদি না থেকেও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে: ফারুকী Dec 18, 2025
img
ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ Dec 18, 2025
img
প্রথম ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী আর নেই Dec 18, 2025
img
ওসমান হাদি আর নেই Dec 18, 2025
img
ভারতের অখণ্ডতা ও ওসমান হাদি ইস্যুতে জামায়াতে ইসলামীর বিবৃতি Dec 18, 2025
img
স্বরাষ্ট্র উপদেষ্টা রাতেই পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি জাতীয় ছাত্রশক্তির Dec 18, 2025
img
মেসির স্বপ্ন পূরণের মাঠেই ফাইনালিসিমা Dec 18, 2025
img
‘আগামী ৫৫ বছরেও যেন এ রকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সে জন্যই সব আয়োজন’ Dec 18, 2025
img
মেহজাবীনের বিরুদ্ধে অভিযোগের মামলার শুনানি ১২ জানুয়ারি Dec 18, 2025
img
হামজা চৌধুরীর সঙ্গে দেখা করে ইচ্ছাপূরণ হলো লোলার Dec 18, 2025
img
পরিবারের সদস্যসহ ৬ জনকে নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান Dec 18, 2025
img
অন্তঃসত্ত্বা অবস্থায়ও চাপা পোশাক পরতে বলা হতো: রাধিকা আপ্তে Dec 18, 2025
img
বিএনপি ও জামায়াতের নেতারাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে : হাসনাত আবদুল্লাহ Dec 18, 2025
img
‘জোর করে চুম্বনের চেষ্টা’, বাবার বয়সি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ মালতীর Dec 18, 2025
img
‘ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার’ Dec 18, 2025
img
নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ Dec 18, 2025
img
বিলাসিতা বা আভিজাত্য আমাকে কখনোই খুব একটা টানেনি: ঈশিতা Dec 18, 2025
img
সব জুলাইযোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি : সামান্তা শারমিন Dec 18, 2025