ফুটবল নিয়ে ক্রীড়া উপদেষ্টার পরামর্শ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে সম্প্রতি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শূন্য হওয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আইন ও প্রবাসী মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। দায়িত্ব পাওয়ার কয়েক দিনের মধ্যে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে দশের অধিক ফেডারেশনের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেছেন আসিফ নজরুল। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

ফুটবল উন্নয়ন ও পরিচালনায় সরকারের সহযোগিতা ও কিছু বিষয়ে নিজস্ব মতামত তুলে ধরেন বাফুফের সাধারণ সম্পাদক। দেশের ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অন্যতম এই কর্মকর্তার মতামতে সন্তুষ্ট হতে পারেননি আসিফ নজরুল। ফুটবলের মতো ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছ থেকে আরও বেশি বিচক্ষণতা ও গভীরতা প্রত্যাশা করেছিলেন আসিফ।
ফুটবলকে সারাদেশে ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সম্প্রতি ৬৪ জেলার অংশগ্রহণে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করে সংস্থাটি।

এই বিষয়টি ক্রীড়া উপদেষ্টার সামনে উপস্থাপন করেন ইমরান হোসেন তুষার। বাফুফের সাধারণ সম্পাদকের মতামত শোনার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজের চাওয়ার কথা জানান। জেলা পর্যায়ে ১৬ দল নিয়ে একটা সুপার লিগ আয়োজনের পরিকল্পনার কথা বাফুফের এই কর্তাকে জানান তিনি। বাফুফের সাধারণ সম্পাদক দ্রুত সময়ের মধ্যে এ-সংক্রান্ত একটি প্রস্তাবনা জাতীয় ক্রীড়া পরিষদে প্রদান করবেন বলে জানান। তখন ক্রীড়া উপদেষ্টা তাৎক্ষণিকভাবে তিন দিনের মধ্যে এটি দেওয়ার নির্দেশনা দেন।

ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় শেষে চলে যাওয়ার মুহূর্তে কয়েক মিনিট সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল। সেখানে দুই মাস সময়ে তাঁর লক্ষ্য ও চেষ্টা সম্পর্কে প্রাথমিক ধারণা ব্যক্ত করেন, ‘অতীতে কিছু ফেডারেশনে বেশি অগ্রাধিকার, আবার কিছু ফেডারেশনকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে ভেবেছে, এই স্পোর্টসের আন্তর্জাতিক সাফল্য বা সম্ভাবনা নেই; কিন্তু সেটি অনেক জনপ্রিয়। খেলাধুলার মধ্যে এলিটজম নিয়ে এলে হবে না। আমি একজন ক্রীড়ানুরাগী হিসেবে যত সম্ভব খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, যাতে তরুণ সমাজ শারীরিকভাবে সুস্থ ও মানসিক বিকাশ পায়। ক্ষমতাশালী কিংবা অর্থ আছে এমন কারও যে ভালো লাগে, সেটি বিকশিত হবে এমন এলিটজম পরিহার করতে হবে।’

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল দুই মাসেরও কম সময় পাচ্ছেন। এই সময়ের মধ্যে তিনি অগ্রাধিকার দিচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে, ‘অল্প সময়ের মধ্যে আমার বিকেএসপিকেন্দ্রিক পরিকল্পনা রয়েছে। বিকেএসপি একটা অসাধারণ প্রতিষ্ঠান। অনেক শিক্ষার্থী বিকেএসপি থেকে ঝরে পড়ে। তাদের ধরে রাখার চেষ্টা করতে হবে।’ বিকেএসপির সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের মাত্রা এলিট পর্যায়ে নিতে চান উপদেষ্টা। তাই তিনি নিজেই কয়েক দিনের মধ্যে বিকেএসপি পরিদর্শন করবেন। সে সময় তাঁর সফরসঙ্গী হওয়ার নির্দেশনা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মারো না কেন ওদের, প্রশ্রয় দাও কেন? সাদ্দামকে ফোনে কাদের Dec 18, 2025
img
উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন হওয়ায় প্রধান বিচারপতির কাছে উদ্বেগ আইন উপদেষ্টার Dec 18, 2025
img
জামায়াত নেতাদের ‘জান্নাতের প্রলোভন' নিয়ে ফখরুল-কন্যার মন্তব্য Dec 18, 2025
img
২০২৫ সালের সেরা ১০ পাকিস্তানি ড্রামা-ওএসটি Dec 18, 2025
img
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ Dec 18, 2025
img
ব্রাজিলিয়ান ক্লাবের কোচিং থেকে পদত্যাগ করলেন ডেভিড আনচেলত্তি Dec 18, 2025
img
সাড়ে ২২ কোটি টাকার চার্জশিটে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পরিবার Dec 18, 2025
img
ডিপজলের বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পায়নি’ সিআইডি Dec 18, 2025
img
অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন Dec 18, 2025
img
নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাসনিম জারার Dec 18, 2025
পাঁচ লাখ সেনা ও বিপুল সমরাস্ত্র হারিয়ে সংকটে ইউক্রেন: রাশিয়া Dec 18, 2025
শিক্ষক হিসেবে নবিজীর ৩টি গুণ | ইসলামিক জ্ঞান Dec 18, 2025
img
বিএনপি সরকারে এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সেলিমুজ্জামান Dec 18, 2025
img
সিঙ্গাপুরে ওসমান হাদির অস্ত্রোপচার করতে অনুমতি দিয়েছে পরিবার Dec 18, 2025
টকশোতে কটূক্তি নয়: টিভি চ্যানেলকে ইসির নির্দেশ Dec 18, 2025
টাইব্রেকারে ফ্লামেঙ্গোকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন পিএসজি Dec 18, 2025
প্রতিবাদী কণ্ঠই অপরাধ? সোশ্যাল পোস্টের জেরে আতঙ্কে চমক Dec 18, 2025
img
ভারতকে এমন শিক্ষা দিয়েছি, কোনোদিন ভুলবে না : শেহবাজ শরীফ Dec 18, 2025
img
মালদ্বীপ সফরে এবার ম্যাচিং লুকে মিম Dec 18, 2025
img

প্রধান বিচারপতি

সংবিধান পরিবর্তনকে হুমকি নয়, গণতান্ত্রিক সত্য হিসেবে গ্রহণ করতে হবে Dec 18, 2025