আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে সম্প্রতি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শূন্য হওয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আইন ও প্রবাসী মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। দায়িত্ব পাওয়ার কয়েক দিনের মধ্যে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে দশের অধিক ফেডারেশনের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেছেন আসিফ নজরুল। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
ফুটবল উন্নয়ন ও পরিচালনায় সরকারের সহযোগিতা ও কিছু বিষয়ে নিজস্ব মতামত তুলে ধরেন বাফুফের সাধারণ সম্পাদক। দেশের ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অন্যতম এই কর্মকর্তার মতামতে সন্তুষ্ট হতে পারেননি আসিফ নজরুল। ফুটবলের মতো ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছ থেকে আরও বেশি বিচক্ষণতা ও গভীরতা প্রত্যাশা করেছিলেন আসিফ।
ফুটবলকে সারাদেশে ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সম্প্রতি ৬৪ জেলার অংশগ্রহণে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করে সংস্থাটি।
এই বিষয়টি ক্রীড়া উপদেষ্টার সামনে উপস্থাপন করেন ইমরান হোসেন তুষার। বাফুফের সাধারণ সম্পাদকের মতামত শোনার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজের চাওয়ার কথা জানান। জেলা পর্যায়ে ১৬ দল নিয়ে একটা সুপার লিগ আয়োজনের পরিকল্পনার কথা বাফুফের এই কর্তাকে জানান তিনি। বাফুফের সাধারণ সম্পাদক দ্রুত সময়ের মধ্যে এ-সংক্রান্ত একটি প্রস্তাবনা জাতীয় ক্রীড়া পরিষদে প্রদান করবেন বলে জানান। তখন ক্রীড়া উপদেষ্টা তাৎক্ষণিকভাবে তিন দিনের মধ্যে এটি দেওয়ার নির্দেশনা দেন।
ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় শেষে চলে যাওয়ার মুহূর্তে কয়েক মিনিট সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল। সেখানে দুই মাস সময়ে তাঁর লক্ষ্য ও চেষ্টা সম্পর্কে প্রাথমিক ধারণা ব্যক্ত করেন, ‘অতীতে কিছু ফেডারেশনে বেশি অগ্রাধিকার, আবার কিছু ফেডারেশনকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে ভেবেছে, এই স্পোর্টসের আন্তর্জাতিক সাফল্য বা সম্ভাবনা নেই; কিন্তু সেটি অনেক জনপ্রিয়। খেলাধুলার মধ্যে এলিটজম নিয়ে এলে হবে না। আমি একজন ক্রীড়ানুরাগী হিসেবে যত সম্ভব খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, যাতে তরুণ সমাজ শারীরিকভাবে সুস্থ ও মানসিক বিকাশ পায়। ক্ষমতাশালী কিংবা অর্থ আছে এমন কারও যে ভালো লাগে, সেটি বিকশিত হবে এমন এলিটজম পরিহার করতে হবে।’
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল দুই মাসেরও কম সময় পাচ্ছেন। এই সময়ের মধ্যে তিনি অগ্রাধিকার দিচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে, ‘অল্প সময়ের মধ্যে আমার বিকেএসপিকেন্দ্রিক পরিকল্পনা রয়েছে। বিকেএসপি একটা অসাধারণ প্রতিষ্ঠান। অনেক শিক্ষার্থী বিকেএসপি থেকে ঝরে পড়ে। তাদের ধরে রাখার চেষ্টা করতে হবে।’ বিকেএসপির সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের মাত্রা এলিট পর্যায়ে নিতে চান উপদেষ্টা। তাই তিনি নিজেই কয়েক দিনের মধ্যে বিকেএসপি পরিদর্শন করবেন। সে সময় তাঁর সফরসঙ্গী হওয়ার নির্দেশনা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে।
পিএ/এসএন