বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তানের। এই সফরে টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা মেন ইন গ্রিনদের। কিন্তু একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। সাংঘর্ষিক সূচির কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল পাকিস্তানের গণমাধ্যমগুলো।
আগামী ২৬ মার্চ থেকে পিএসএলের ১১তম আসর মাঠে গড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। যে কারণে পরিবর্তন আসছে পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচিতে।
আগামী বছর মার্চ-এপ্রিলে পাকিস্তান দলের বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা পাকিস্তানের। তবে পিএসএলের কারণে এই সিরিজ দুই ভাগে হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমকে ফাহিম জানান, পিএসএলের আগে বাংলাদেশ সফরে এসে শুধু সাদা বলের সিরিজ খেলে দেশে ফিরে যাবে পাকিস্তান দল। পিএসএল শেষে ফের বাংলাদেশে এসে খেলবে টেস্ট সিরিজ।
এর আগে পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার বিসিবির সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, সিরিজটি 'বিকল্প একটি সময়সূচিতে' সরিয়ে নেওয়া হবে, তবে সফরের কাঠামো অপরিবর্তিত থাকবে।
আরপি/এসএন