বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিটমূল্য প্রকাশ

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। ‘সি’ গ্রুপে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি তাদের প্রতিপক্ষ নেপাল ও ইতালি। আসরের প্রথম দিনই (৭ ফেব্রুয়ারি) ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ দিয়ে লিটন দাসের দল যাত্রা শুরু করবে। বাংলাদেশের ম্যাচগুলো মাঠে বসে দেখতে কত টাকা লাগবে ইতোমধ্যে তা প্রকাশিত হয়েছে।

গ্রুপপর্বে বাংলাদেশ ৪টি ম্যাচ খেলবে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে তুলনামূলক বেশি আগ্রহ রয়েছে ভক্তদের। গ্রুপপর্বে বাংলাদেশের কোন ম্যাচে টিকিটের মূল্য কত তা জানিয়েছে আইসিসি। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের দাম নির্ধারিত হয়েছে। কলকাতার ইডেন গার্ডেনে নিজেদের প্রথম তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়ানখেড়েতে।

৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি (৪০৫ টাকা)। যার বিনিময়ে আসন বুক করা যাবে ইডেন গার্ডেনের ব্লক সি-১, ডি-১, এফ-১, জি-১, এইচ-১ ও কে-১ এ। এ ছাড়া ডি, জি, এইচ ও জে ব্লকে টিকিটের দাম ৫০০ রুপি (৬৭৫ টাকা)। সি, এফ ও কে ব্লকের টিকিট ১০০০ রুপি (১৩৫১ টাকা) এবং বি ও এল ব্লকের টিকিট ১৫০০ রুপিতে (২০২৭ টাকা) কিনতে হবে। এ ছাড়া প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ৫০০০ রুপি (৬,৭৫৭ টাকা)।

৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইতালির ম্যাচটিও হবে কলকাতায়। ম্যাচটিতে টিকিটের দাম কিছুটা কম ধরা হয়েছে। তুলনামূলক সাশ্রয়ী দামে খেলা দেখার সুযোগ থাকছে আপার ব্লকে, যেখানে বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ ব্লকের টিকিটের দাম মাত্র ১০০ রুপি (১৩৫ টাকা)। লোয়ার ব্লক সি, ডি, ই, এফ, জি, এইচ, জে ও কে–এর টিকিটের দাম রাখা হয়েছে ২০০ রুপি (২৭০ টাকা)। বি ও এল ব্লকের টিকিট কিনতে লাগবে ১০০০ রুপি (১৩৫১ টাকা) করে। এই ম্যাচে বি প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম ৪ হাজার রুপি (৫,৪০৮ টাকা)।

মুম্বাইয়ের ওয়ানখেড়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ওই ম্যাচের পূর্ণাঙ্গ টিকিট তালিকা এখনও প্রকাশিত হয়নি, তবে জানা গেছে ম্যাচটিতে সর্বনিম্ন ২৫০ রুপিতে খেলা দেখা যাবে। মূলত এখন পর্যন্ত বিশ্বকাপের যেসব ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে সেসবের পূর্ণাঙ্গ টিকিটমূল্য প্রকাশ করা হয়েছে। যেখানে সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচগুলোর টিকিটের দাম রাখা হয়েছে সর্বোচ্চ স্তরে। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ১০ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল–এ বসার জন্য লাগবে ৩ হাজার রুপি। এ ছাড়া এফ ও কে ব্লকের জন্য ২ হাজার ৫০০ রুপি এবং ডি, ই, জি, এইচ ও জে ব্লকের জন্য ১ হাজার ৫০০ রুপি। আপার ব্লকের টিকিট পাওয়া যাবে ৯০০ রুপিতে।

টি-টোয়েন্টির বিশ্বকাপের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে লড়বে পাকিস্তান ও নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত লড়বে যুক্তরাষ্ট্রের সঙ্গে। বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের ৫টি ও শ্রীলঙ্কার ৩টি ভেন্যুতে। ভারতের ভেন্যুগুলো হচ্ছে– দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি ও মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়াম। এ ছাড়া শ্রীলঙ্কায় পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা ও সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মেগা টুর্নামেন্টটির ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক Dec 20, 2025
img
নীলফামারীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Dec 20, 2025
img
ধোনিকে ছাড়িয়ে নতুন ইতিহাস, প্রথম ট্রফি জেতালেন ইশান Dec 20, 2025
img
জাতীয় পার্টির চেয়ারম্যানের চট্টগ্রামের বাড়িতে অগ্নিসংযোগ Dec 20, 2025
img
২০ কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই করা হবে : গভর্নর Dec 20, 2025
img
ভারত ম্যাচে দেরি, বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা Dec 20, 2025
img
বিটিভির মহাপরিচালকের বাসভবনে অগ্নিসংযোগ Dec 20, 2025
img
বড় অঙ্কের প্রস্তাব পেয়েও ম্যান ইউনাইটেড ছাড়েননি ব্রুনো Dec 20, 2025
img
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ সূচি প্রকাশ Dec 20, 2025
img
‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’-জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ Dec 20, 2025
img
বাসার গেটে পুলিশ, ছাদ থেকে লাফিয়ে পড়ে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার Dec 20, 2025
img
ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, সাবেক নৌ প্রতিমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ Dec 20, 2025
img
ছায়ানটে হামলা, বাঙালিদের জেগে ওঠার আহ্বান বিজেপির! Dec 20, 2025
img
যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদের পদত্যাগ Dec 20, 2025
img
পুরোনো একটি চিহ্নিত মহল দেশকে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায় : মির্জা ফখরুল Dec 20, 2025
img
ভারত আর আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চায় : হাদির বোন মাসুমা Dec 20, 2025
img
আইনজীবী আলিফ হত্যায় সাদা টি-শার্ট পরে অংশ নেওয়া সুকান্ত গ্রেপ্তার Dec 20, 2025
img
ইলিয়াসের ফেসবুক বন্ধ করল মেটা Dec 20, 2025
img
হাদির লড়াই ছিল গড়ার, পুড়িয়ে ফেলার নয় : তাসনিম জারা Dec 20, 2025
img
হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত Dec 19, 2025